IPL -এর অন্যতম সফল দল হিসেবে ধরা হয় চেন্নাই সুপার কিংসকে৷ তারা এখনও পর্যন্ত ৩ বার আইপিএল খেতাব জিতেছে৷ পাশাপাশি এ পর্যন্ত যতগুলি আইপিএলের মরশুম হয়েছে তার প্রতিটাতেই ফাইনালে উঠেছে সিএসকে (Chennai Super Kings)৷ এর মধ্যে ২ টি মরশুমে চেন্নাই সুপার কিংস খেলতে পারেনি৷ ২০১৬ ও ১৭ সালে শাস্তি থাকায় খেলা হয়নি এই ফ্রাঞ্চাইজির৷ দলের এই সাফল্যের একটা বড় কারণ অধিনায়ক ধোনির উপস্থিতি৷ কিন্তু হঠাৎই এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে ৷ জানা গিয়েছে চেন্নাই দলের অধিনায়ক হিসেবে প্রথম পছন্দ ছিলেন না মহেন্দ্র সিং
চেন্নাই চেয়েছিল বীরেন্দ্র সেহওয়াগ অধিনায়ক হন, কিন্তু নজফগড়ের নবাব নিজের শহরের দলের সঙ্গেই কথা চূড়ান্ত করে নেন৷ তাই তত পছন্দের না হলেও ধোনিকেই দলের অধিনায়ক করা হয়৷ বিস্ফোরক এই তথ্য জানিয়েছেন প্রাক্তন ভারতীয় দলের ক্রিকেটার এস বদ্রীনাথ৷ নিজের ইউটিউব চ্যানেলে এই তথ্য জানিয়েছেন৷ তিনি বলেছেন, ‘আইপিএলের শুরু হয়েছিল ২০০৮ সালে৷ সিএসকে সেই সময় সেওয়াগকে অধিনায়ক হিসেবে চেয়েছিলেন৷ কিন্তু সেহওয়াগ নিজে জানিয়েছিলেন দিল্লি ওঁর নিজের জায়গা, তাঁর ওই জায়গার প্রতি টান দারুণ৷ দল তাঁর সিদ্ধান্তকে সম্মান জানিয়েছিলেন৷ এরপর থিঙ্কট্যাঙ্ক ভাবতে শুরু করে দলের জন্য অধিনায়ক হিসেবে কে বিকল্প হবে? এর ঠিক আগের বছরেই ধোনি ভারতীয় দলকে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছিলেন, তারপর তিনিই সিএসকে -তে যোগ দেন৷
মহেন্দ্র সিং ধোনি ২০০৮ সালে আইপিএলে -র সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন৷ চেন্নাই তাঁকে ৬ কোটি টাকার বেশি দিয়ে কিনেছিল৷ ধোনি একাধিক ভূমিকায় কার্যকরী ছিলেন৷ অধিনায়ক থেকে উইকেটরক্ষক আর দুর্দান্ত ফিনিশার -সব রোলেই তিনি সুপারহিট৷
ধোনি এই মুহূর্তে চেন্নাইয়ের মুখ৷ চেন্নাইকে নিজের দ্বিতীয় ঘর বানিয়ে তুলেছেন ধোনি৷ এ বছর ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ধোনি৷ তবে এখনও তিনি আইপিএল খেলবেন৷ ১৯ তারিখ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ দিয়ে এবারের আইপিএলে অভিযান শুরু করবে গতবারের রানার্স৷ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় দিলেও আইপিএলে ধোনিকে ফের খেলতে দেখতে পাবেন তাঁর ফ্যানরা৷