দেশজুড়ে এখন চর্চার বিষয় গাঁজা। বলিউডে এই নেশাদ্রব্যের অবাধ প্রবেশ এখন প্রায় প্রশ্নাতীত। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়া চক্রবর্তী নিজেই কবুল করেছে সুশান্ত মারিজুয়ানা আসক্ত ছিল। এই নিষিদ্ধ নেশাদ্রব্যে ঝুঁকে রয়েছে বহু কন্নড় ইন্ডাস্ট্রির তাবড় নায়ক নায়িকাও। অবশ্য প্রকাশ্যে যা সেবন-ব্যবহার সবেই মানা, দেশের এক পবিত্রস্থানে দেদার বিলি হয় তাই।
হ্যাঁ উত্তর কর্ণাটকের এক মন্দিরে অবাধেই পাওয়া যায় গাঁজা। দেওয়া হয় প্রসাদ হিসেবে।অবধূত মার্গের সাধনায় প্রসাদ হিসেব গাঁজার প্রচলন দীর্ঘদিনই। সাধকেরা বিশ্বাস করেন ঈশ্বরপ্রাপ্তিতে এই নেশাদ্রব্যের ভূমিকা রয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার এক রিপোর্ট অনুযায়ী, এই বিশ্বাস থেকেই ইয়াদগির জেলার টিনথিনি অঞ্চলে অবস্থিত মৌনেশ্বর মন্দিরে মারিজুয়ানা দেদার বিলি করা হয়।
অনেকেই বলছেন এই মন্দিরের বাইরে অবাধে গাঁজা বিক্রিও হয়। তবে সেই তথ্য় উড়িয়ে দিয়ে মন্দির কর্তৃপক্ষ বলছে, এখানে মেলা বসলে সাধুসন্তরা এসে গাঁজা সেবন করেন। অনেকে জলে ফুটিয়ে সেই জল পানও করে।উল্লেখ্য নিষিদ্ধ বাজারে মারিজুয়ানার কুড়ির দাম প্রায় কোকেনের সমান। ১ গ্রাম মারিজুয়ানার কুড়ি কিনতে খরচ হয় চার পাঁচ হাজার টাকা।