কলকাতা : লাদাখে বড় ধাক্কা খেয়েছে লালফৌজ। রনকৌশলে বেজিংকে টেক্কা দিয়ে প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তের ব্ল্যাকটপ এলাকা দখল করেছে ভারতীয় সেনা।
চীন এর পালটা ব্যবস্থায় ভারতের অরুনাচলে আগ্রাসন দেখাতে পারে বলে অনুমান বাহিনীর। তাই সেখানে হাই অ্যলার্ট জারি করেছে সেনা। যাতে অতয়র্কিতে কোনও হামলা হলে পাল্টা জবাব দেওয়া যায়।
সেনা সুত্রে খবর,এজন্য অরুনাচল প্রদেশের আনজেও জেলার সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হচ্ছে। ভারতীয় সেনার মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল হর্ষবর্ধন পান্ডে অবশ্য জানিয়েছেন,এই অঞ্চল নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই।
এদিকে,লালফৌজের হামলার কোনো খবর নেই বলে জানিয়েছেন আনজেও জেলার শীর্ষ আধিকারিক আয়ুশী সুদান। তিনি বলেন গলওয়ানের ঘটনার আগে থেকেই সেনার সংখ্যা বেড়েছে। হামলা বা অনুপ্রবেশের কোনো তথ্য নেই। তবে উল্ট কথা বলছেন অরুনাচলের বিজেপি সাংসদ তাপির গাও। তার মতে,নিয়মিত ভারতের ভুখন্ডে প্রবেশ করে চীনা সেনা। এটা নতুন কিছু নয়।