লিভারপুল বার্সাকে উরিয়ে দিয়ে এখন তারা ফাইনালে । কিন্তু প্রতিশোধ নিতে গিয়ে লিভারপুল এখন ফাইনালে। গতকাল রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে বার্সালোনাকে ৪-০ গোলে হারিয়ে দুই লেগ মিলে ৪-৩ গোলে এগিয়ে থাকায় চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে গেল তারা। এই দিকে মাথায় ব্যথা পেয়ে দলের বাহিরে ছিলেন সেরা প্লেয়ার মোহাম্মাদ সালাহ । তবে এই মেচে লিভারপুলের প্লেয়াররা এমন ভাবে খেলছে যে তাদের অনুপস্থিতি বুঝতেই দেয় নি।
দলের হয়ে জোড়া গোল করেছেন ডিভক অরিগি এবং জর্জিনিও উইজনাল্ডুম।
খেলায় সালাহর পরিবর্তে মাঠে নামানো হয় ডিভক অরিগিকে। ম্যাচের ৭ মিনিটের মাথায় লিভারপুল অধিনায়ক হেন্ডারসনের একটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন বার্সা গোলরক্ষক টের স্টেগান। কিন্তু ফিরতি বলে বার্সার জালে বল জড়িয়ে দেন অরিগি।
গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে বার্সেলোনাও। অধিনায়ক লিওনেল মেসি, লুইস সুয়ারেজ এবং জর্দি আলবার কয়েকটি সুযোগও পেয়ে যান। কিন্তু কোনো সুযোগই লিভারপুলের জালে বল জড়াতে ব্যর্থ হন তারা। এভাবেই ০-১ গোলে পিছিয়ে প্রথমার্ধ শেষ করে বার্সা।
দ্বিতীয়ার্ধের শুরুতে রবার্টসনের বদলি হিসাবে অলরেডদের দলে যুক্ত হন জর্জিনিও উইজনাল্ডুম। মাঠে নামার ১০ মিনিটের মাথায় সফল হন উইজনাল্ডুম। ম্যাচের ৫৪তম মিনিটে আলবার ভুল পাস থেকে বার্সা পক্ষের ডি-বক্সে বল পেয়ে যান উইজনাল্ডুম। সহজেই স্টেগানক পরাস্ত করেন এই ডাচ তারকা।
আর মাত্র ৩ মিনিটের ব্যবধানে জার্দান শাকিরির ক্রসে মাথা ছুঁইয়ে নিজের জোড়া গোলটি করেন উইজনাল্ডুম।
ফলাফল ৩-০ তে এগিয়ে যায় লিভারপুল। জয় প্রায় নিশ্চিত লিভারপুলের। তবে জয় নয় ফাইনালে ওঠাই অলরেডদের মূল লক্ষ্য।
শেষ সময়ে সেই লক্ষ পুরন করে দেন অরিগি । আলেক্সান্ডার কর্নার কিক থেকে ফাঁকায় বল পেয়ে সুযোগ মোটেই হাতছাড়া করেননি অরিগি । নিজের জোড়া গোল পূর্ণ করে বার্সেলোনাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে তাদের জায়গা দখল করে নেন।