সদ্যই বাবা হয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। শনিবার দুপুরে পার্কস্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন শুভশ্রী।সন্তান জন্মানোর কয়েক ঘণ্টার মধ্যেই রাজ এবং শুভশ্রী সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সদ্যোজাতর প্রথম ছবি শেয়ার করেন৷ ছবি| রাজ-শুভশ্রীর ছেলের নাম Yuvaan Chakraborty৷ শুভশ্রী ছেলের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ” We are blessed with a baby boy!! YUVAAN says “Hello” to you all …
হাসপাতাল থেকে এখনও ছুটি পাননি রাজের শুভ। তাই নিয়মিত ছেলে ইউভান আর স্ত্রী শুভশ্রী’র সঙ্গে দেখা করতে হাসপাতালে যাচ্ছেন রাজ। বুধবারও শুভশ্রী এবং ইউভানের সঙ্গে দেখা করতে হাসপাতালে গিয়েছিলেন। সেখানেই ছেলের সঙ্গে কথা বলার একটি ভিডিও কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ।
বুধবার সন্ধ্যায় ৫০ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন পরিচালক। সেখানে দেখা যাচ্ছে ছেলের সঙ্গে রীতিমতো গল্প করছেন রাজ। পাশেই রয়েছেন মা শুভশ্রী এবং একজন নার্স।অবাক বিস্ময়ে বাবার দিকে বড় বড় চোখে চেয়ে রয়েছে ছোট্ট ইউভান। বাবা-ছেলের কীর্তিতে হাসছেন শুভশ্রী।রাজ ছেলেকে শেখাচ্ছেন বাড়ি গিয়ে কাকে কাকে ‘হ্যালো’ বলতে হবে। ভিডিও শেয়ার করে ক্যাপশনে রাজ লিখেছেন, “My love Yuvaan❤️