কলকাতা : ডিএলএড কোর্সে ভর্তির আশাব্যঞ্জক সাড়া না মেলায় সময়সীমা বাড়িয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।৩১ আগষ্ট থেকে বাড়িয়ে ১৪ই সেপ্টেম্বর করা হল।
পর্ষদ যেখানে চার-পাঁচ লাক্ষ আবেদন জমা পরার আশা করেছিল,সেখানে ২৫ আগষ্ট পর্যন্ত জমা পরেছে মাত্র ৫২,৪৮৯ টি। ৩১ আগষ্ট পর্যন্ত তা কিছুটা বাড়লেও ফল আশানুরুপ নয়।ফলে সময়সীমা বাড়ানো ছাড়া আর উপায় ছিল না।
অন্যদিকে আধিকারিকরা কোরোনা আক্রান্ত হওয়ায় মাধ্যমিকের রেজিস্টেশন চেকলিস্ট জমা নেওয়ার কাজ স্থগিত করেছে পর্ষদ। বৃহস্পতিবার তারা বিঞ্জপ্তিতে জানিয়েছেন,এই চেকলিস্ট ১০ সেপ্টেম্বর পর্যন্ত জমা নেওয়া হবে।
এদিকে পর্ষদের এক শির্শকর্তা এবার কোরোনা আক্রান্ত হয়েছেন বলে খবর।হার্টের অসুখের কারনে ঈিচুদিন আগে হাসপাতালে ভর্তি হন তিনি।অস্ত্রপচারের পর বাড়িতেই ছিলেন তিনি। আরও একটি অস্ত্রপচার হওয়ার কথা রয়েছে। বুধবার তার কোরোনা রিপোর্ট পজিটিভ আসে।