জেমস ক্যামেরন পরিচালিত আভাটার মুক্তি পায় ২০০৯ সালে,আভাটার মুভিটি হলিউডের থ্রিডি প্রযুক্তির একেবারের গোড়ার দিকের সিনেমা ছিল এবং এই মুভির মাধ্যমে প্রযুক্তিগত দিক দিয়ে হলিউডকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যায় জেমস ক্যামেরন।নতুন ভিন্ন এবং থ্রিডি প্রযুক্তির কারনে দর্শকদের কাছে দারুন সাড়া ফেলে এবং বক্স অফিসে আয় করে ২.৮ বিলিয়ন,এটিই এখনো চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বেশী আয় করা সিনেমা। কিন্তু রিলিজের ১০ বছর ধরে জেমস ক্যামেরনের বার বার রিলিজ ডেট পিছানোর ফলে দর্শকদের আগ্রহের বাঁধ যেন ভেংগে পড়ছে।প্রথমে কথা ছিল এটি ২০১২ সালে মুক্তি পাবে,তবে পরে জেমস ক্যামেরন জানান আভাটার টু ২০১৫ সালে মুক্তি পাবে।এরপর ২০১৫ সালে জানানো হয় এটি ২০১৭ সালে মুক্তি পাবে।২০১৭ সালে আবার জেমস ক্যামেরন রিলিজ ডেট চেঞ্জ করে আর জানানো হয় যে আভাটার টু ২০২০ সালে মুক্তি পাবে।গতকাল সংবাদ মাধ্যমে জানানো হয় যে আভাটার টু এর মুক্তির দিন আবারো পিছানো হয়েছে আর এটি ২০২১ সালের ক্রিসমাসে মুক্তি পাবে যার ফলে দর্শকদের আবারো তিন বছরের মতো অপেক্ষা করতে হবে।আভাটার মুভির ডিস্ট্রিবিউশন রাইট 20th fox century এর ছিল,কিন্তু ডিজনি ফক্সকে কিনে নেওয়াতে এখন এর ডিস্ট্রিবিউশন রাইট ডিজনির কাছে।জেমস ক্যামেরনের অনুরোধে মুক্তির দিন পিছানো হয়েছে আর গতকাল নতুন ডেট প্রকাশ করে ডিজনি।

৩৩তম প্রয়াণ দিবস, মৃত্যুবার্ষিকীতে ফিরে শোনা কিশোর কুমারের সেরা কিছু গান
বলাই হয় তাঁকে ভার্সাটাইল জিনিয়াস! কথাটা যদি শুধু গানের দিক থেকে ধরতে হয়, তা হলেও খেটে যায়।…