সুশান্ত সিং রাজপুতের ঘটনার মামলায় তদন্ত চলছে জোরদার। সিবিআই টানা চারদিন জেরা করেছে প্র’য়াত অভিনেতার বান্ধবী তথা এই মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী কে। উত্তরে অসঙ্গতি দেখা দিয়েছে। রিয়ার উত্তরে সন্তুষ্ট নয় সিবিআই। কখনো কখনো রিয়াকে সংযম হারাতেও দেখা গিয়েছে।
তদন্ত চলছে অতি দ্রুত গতিতে যদিও রিয়া চক্রবর্তী এখনো দোষী সাব্যস্ত হয়নি তবুও সুশান্তের অনুরাগীদের চোখে সুশান্তের প্র’য়া’ণের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে অভিনেত্রী রিয়া চক্রবর্তী। তাই তাকে সোশ্যাল মিডিয়ায় নানানভাবে ভৎসনা করা হচ্ছে।
এমনকি সে কা’লা জা”দু জানে এমনটাই দাবি করছে নেটিজেনদের একাংশ। অনেকে তাকে ডা’ইনি বলেও সম্বোধন করছে। নানান হেনস্থার শি’কার হতে হচ্ছে নিত্যদিন অভিনেত্রীকে। এবার রিয়ার পাশে দাঁড়ালেন তার কাছের বান্ধবী শিবানী।
সুশান্তের প্র’য়া’ণের পর থেকে রিয়ার উপর লাগাতার নানা অভিযোগ আনা হচ্ছে। বাদ পড়েনি তার পরিবারও। ইন্ডাস্ট্রি এর অনেকেই সমালোচনা করেছে রিয়ার সমর্থনে কেউই এগিয়ে আসেনি।
সম্প্রতি বিদ্যা বালান রিয়ার সমর্থনে টুইটার এ সরব হয়েছেন এবার রিয়ার হয়ে কথা বলতে শোনা গেলো তার বান্ধবী শিবানী কে। তিনি লেখেন,”রিয়ার একটাই ভুল সে একটি ছেলেকে ভালোবেসেছিল, তার অন্ধকার সময় গুলোতে তার পাশে ছিল। সে যখন নিজের প্রা’ণ নিয়ে নিল তখন রিয়াও হতবাক হয়েছিল।
রিয়ার ভাই সৌভিক যে বড়ো হওয়ার আগেই অনেক দায়িত্ব নিয়েছে। আর রিয়ার বাবা যে দেশের জন্য ভালো কাজ করেছে। আমি খুব দুঃখিত তুমি খুব ভালো কাজ করেছিল সুশান্তকে ভালোবেসে আর এখন সেটাই সবচেয়ে খারাপ জিনিস তোমার জন্য। আমি আছি তোমার পাশে সবসময়”।