বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টার দিকে পূর্ব-লন্ডনের ইলফোর্ডে অবস্থিত সেভেন কিংস নামের একটি মসজিদে হামলার চেষ্টা করেন একজন অস্ত্রধারী। মুসল্লিদের ধাওয়া খেয়ে ফাঁকা গুলি ছুড়ে অস্ত্রধারী পালিয়েছে। এতে কেউ হতাহত হয়নি।
স্থানীয় সময় রাত দেড়টায় পাওয়া শেষ খবর পর্যন্ত পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। এ ঘটনায় দেশটির মুসলিম সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ডেইলি মিররের এক খবরে বলা হয়েছে, মসজিদে যখন তারাবিহর নামাজ চলছিল, তখন মুখোশ পরিহিত এক অস্ত্রধারী মসজিদে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় কয়েকজন মুসল্লি তাকে ধাওয়া দেয়। ফাঁকা গুলি ছুড়ে অস্ত্রধারী দৌড়ে পালিয়ে যায়।
স্কটল্যান্ড ইয়ার্ড এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিটে সেভেন কিংসের একটি মসজিদে এক অস্ত্রধারীর প্রবেশের খবর পায়। মসজিদের ভেতরের ব্যক্তিরা অস্ত্রধারীকে ধাওয়া দেয়। মসজিদের বাইরে একটি গুলির শব্দ শোনা গেছে। কেউ হতাহত হয়নি। মসজিদ ও মসজিদটির আশপাশের এলাকায় সশস্ত্র পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
নিউজিল্যান্ডের মসজিদে হামলার পর থেকে যুক্তরাজ্যের পুলিশ মুসলিম সম্প্রদায়কে নিরাপত্তার বিষয়ে বারবার আশ্বস্ত করেছে। রমজান মাস সামনে রেখে গত সপ্তাহে তারা আবার মুসলিম সম্প্রদায়কে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করে।