নৃশংস এক ঘটনার সাক্ষী থাকল মুম্বাই। একটি তিন বছরের ছোট বাচ্চাকে সাত তলা বিল্ডিং থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল মুম্বাইয়ের কোলাবা এলাকায়।
অভিযোগ শিশুটির বাবার বন্ধুই এমন নৃশংস ঘটনাটি ঘটিয়েছেন। পুলিশ সূত্রে খবর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে শিশুটির।
পুলিশ জানিয়েছেন এ ঘটনায় অভিযুক্ত ওই শিশুটির বাবার বন্ধু। প্রথমে অভিযুক্তের নাম শুনে বেশ অবাকই হয়ে যায় শিশুটির পরিবার। কি কারণে ওই অভিযুক্ত এমন নৃশংস ঘটনা ঘটালো তাই নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।
সূত্রের খবর সকাল সাড়ে সাতটা নাগাদ মুম্বাইয়ের কোলাবা এলাকায় একটি অ্যাপার্টমেন্টের সাত তলা থেকে এক ব্যক্তি একটি তিন বছরের শিশুকে নিচে ফেলে দেয়। পুলিশ জানিয়েছে ঘটনাটির তদন্ত চলছে। পুলিশ বর্তমানে খতিয়ে দেখছে এমন নৃশংস কান্ড কেন ঘটাল অভিযুক্ত।