পূর্বস্থলী যোগেশ্বর পুর গ্রামের বাসিন্দা সুজিত দাস এর ছিন্নভিন্ন দেহ মিলল কাটোয়া শাখার বেলেরহাট স্টেশন এর পাশ থেকে। পরিবারের দাবি প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মঘাতী হয়েছেন এই যুবক।
সুজিত দাস এর সঙ্গে বেলের হাট এর সংগ্রামপুর গ্রামের এক যুবতীর সম্পর্ক ছিল। তাদের সম্পর্ক চলেছিল দু’বছর ধরে। দুজনের পরিবারে ও জান তো সেই কথা। তবে বৃহস্পতিবার ওই যুবতী এই দু বছরের সম্পর্কের ইতি টানতে চায় যা নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন। আর তাতেই ঘটে যায় এই বিপত্তি।

সুজিতের বন্ধুদের দাবি, ওই পোস্টটি দেখে বার বার যুবতীকে ফোন করেন সুজিত। কিন্তু কোনভাবেই যুবতী ফোন ধরেন না। এরপরে সুজিতের পরিবারের সদস্যরা যোগাযোগ করার চেষ্টা করলে তাও ফোন ধরেন না যুবতী। এই বিষয়টি নিয়ে ভীষণভাবেই মনমরা ছিল সুজিত।
এই ঘটনাটি ঘটে বৃহস্পতিবার। পরের দিন শুক্রবার যখন বাড়িতে সকলে কাজে ব্যস্ত তখন বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে যান সুজিত। পরে কাটোয়া শাখার বেলেরহাট স্টেশন এর রেল লাইনের পাশ থেকে উদ্ধার হয় তার ক্ষতবিক্ষত দেহ। সুজিত এর পরিবার ও বন্ধুরা অভিযোগ জানিয়েছেন ওই যুবতীর পোস্ট দেখেই এই কাণ্ড ঘটিয়েছে সুজিত। সুজিতের বন্ধুদের দাবি অনুযায়ী ওই যুবতী নাকি সম্প্রতি অন্য আরেকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সেই জন্যই এই সম্পর্কে তিনি ইতি টানতে চেয়েছিলেন। আর তার জেরেই পোস্ট করেছিলেন ফেসবুকে। তবে এর থেকে বেশী আর কিছু জানা যায়নি। বর্তমানে ঘটনাটি খতিয়ে দেখছেন পুলিশ।