একই স্কুলের ভেতর থেকে উদ্ধার হল এক গৃহবধূর মৃতদেহ। স্কুল এর ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে মৃতদেহটি। মৃত ওই গৃহবধূর নাম সঙ্গীতা দেবনাথ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের চাঁদ বেড়িয়া গ্রামে।
বুধবার দিন সকালে হঠাতই সাতবাড়িয়া গ্রামের একটি হাই স্কুল থেকে উদ্ধার হওয়া এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ। ওই হাই স্কুলের বারান্দায় ঝুলছিল মৃতদেহটি। মৃতদেহটি উদ্ধার হওয়ার পর চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃতের নাম সঙ্গীতা দেবনাথ এবং মৃত্যুকালে তার বয়স ছিল ১৭ বছর। এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার লাগে ওই এলাকায়।
স্থানীয় গ্রামবাসীরা অভিযোগ করছেন ওই গৃহবধূকে খুন করা হয়েছে আসলে। তারা এও বলেছেন সঙ্গীতার স্বামীই খুন করেছে তাকে। খুন করে তার মৃতদেহ প্রমাণ লোপাটের জন্য স্কুলের বারান্দায় ঝুলিয়ে দেওয়া হয়েছিল। আজ সকালে চাঁদ বেরিয়ে আয় হাই স্কুল থেকে এরপর উদ্ধার হয় মৃত দেহটি।
ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এরপর পুলিশ আসার পর পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। সময়ের সাথে সাথে উত্তেজনার উত্তাপ বাড়তে থাকে। এলাকায় রাস্তা অবরোধ করেছে গ্রামবাসীরা। রাস্তা অবরোধ করে তারা অভিযোগ জানাচ্ছে স্বামী সুমন দেবনাথ কে অবিলম্বে গ্রেফতার করতে হবে। পুলিশ এখনো এ বিষয়ে কিছু কথা বলেনি। তারা ঘটনা তদন্ত চালাচ্ছে।