তামিলনাড়ুতে চলছে একের পর এক বিপর্যয়। প্রথমে চলল জল কষ্ট এখন ভেঙে পড়ল এক নির্মীয়মাণ বাড়ি। তামিলনাড়ুর মাদুরাই তে ভেঙে পড়েছে বাড়িটি আচমকা।
শুক্রবার সন্ধ্যায় তামিলনাড়ুতে ভেঙে পড়ে একটি নির্মীয়মাণ বাড়ি। তামিলনাড়ুর মাদুরাই অঞ্চলে ঘটে ঘটনাটি। স্থানীয় সূত্রে খবর মাদুরাই এর উসিলম্পত্তি তে সদ্য উঠছিল চার তলা এই বাড়িটি। শুক্রবার সন্ধ্যায় ছটা নাগাদ হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে এই নির্মীয়মাণ চারতলা বাড়ি। স্থানীয় সূত্রের খবর এই ভেঙে পড়া বাড়িতে স্তুপের নিচে আটকে পড়ে রয়েছে অনেকে। উদ্ধারকার্য চালানো হচ্ছে।
এক সংবাদ সংস্থা সূত্রে খবর পাওয়া গেছে এখনো পর্যন্ত ওই ধ্বংসস্তূপ থেকে তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। সেই তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো চলছে উদ্ধার কার্য। এই তিনজন ছাড়া ঐ বাড়ির ধ্বংসস্তূপের নিচে আর কেউ চাপা পড়ে আছেন কিনা তাও এখনো জানা যায়নি। উদ্ধারকার্য শেষ না হওয়া পর্যন্ত তা জানাও যাবে না। পুলিশ জানিয়েছেন ধ্বংসস্তূপ সরানোর কাজ জোরকদমে চলছে। ধ্বংসস্তূপ পুরোপুরি সরানো হয়ে যাওয়ার পরে বলা সম্ভব হবে মৃত্যু আর জখমের সংখ্যা। এই নির্মীয়মাণ বাড়িটি কি কারনে ভেঙে পরল সেই ব্যাপারটি নিয়েও দ্বন্ধে পুলিশ। পুলিশ জানিয়েছে সে বিষয়ে তদন্ত চালানো হচ্ছে।
আরও পড়ুনঃরাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত আসানসোল ও রাণাঘাট চত্ত্বর, লাঠিচার্জ পুলিশের