অভিনব কায়দায় মানুষকে সম্মোহিত করে চুরির সঙ্গে জড়িত অভিযোগে রাজধানীর উত্তরা থেকে দুই নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাদের কাছ থেকে প্রায় এগারো ভরি স্বর্ণ নগদ আড়াই লাখ টাকা উদ্ধার করেছে ।গোয়েন্দা পুলিশ বলছে এই চক্রটি মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলে হাতিয়ে নিত সর্বস্ব। এই চক্রের প্রধান তানিয়ার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১৫ টি মামলার সন্ধান পাওয়া গেছে।
সন্ধ্যা পেরিয়ে রাত নামে নগরে আর তখন রাজধানীর অভিজাত এলাকার নির্দিষ্ট কিছু বাড়িতে আগমন ঘটে এক রহস্যময় আগন্তুক এর। কখনো নিজেকে ওমান প্রবাসী ডাক্তার কখনো যুক্তরাজ্যে বসবাসকারী বলে পরিচয় দেয়, বাড়ির যে সদস্যটি বাসায় অনুপস্থিত নিজেকে পরিচয় দেয় তার বন্ধু হিসেবে। গল্পের ছলে গড়ে তুলে ধরে পরিবারের আদ্যোপান্ত সব তখন আর তাকে অবিশ্বাস এর কোন কারণ থাকে না । সরল বিশ্বাসে তাকে প্রবেশ করতে দেয়া হয় বাসায় এই পর্যায়ে নানা ছলচাতুরি করে সোনাদানা নগদ অর্থ নিয়ে কেটে পড়ে সে।