বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে আবার গঙ্গায় তলিয়ে গেল আর এক ছাত্র। ছেলেটির নাম সুমিত সাউ। সুমিত এর বয়স ছিল ১৬ বছর। সুমিতের পরিবারের অভিযোগ তাকে জল ঢেলে দিয়ে খুন করা হয়েছে।
সুমিতের বাড়ি বালিগঞ্জ সার্কুলার রোডে। শুক্রবার স্কুলে যাওয়ার সময় বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল সুমিত। সুমিতা দাদার অভিযোগ শুক্রবারে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে ছিল সুমিত। তখনই তার বন্ধুরা তাকে নিয়ে যায় তক্তা ঘাটে স্নান করানোর জন্য। তার পরেই ঘটে যায় এই দুর্ঘটনা। সুমিতা দাদার দাবি সুমিত সাঁতার জানত। তাই কোনভাবেই তলিয়ে যেতে পারে না তার ভাই। তার দাবি সুমিতের বন্ধুরাই ওকে জলে ঠেলে ফেলে দিয়ে মেরেছে।
পুলিশ জানিয়েছে শুক্রবার সুমিতের সাথে আরও ৬ জন যায় তক্তা ঘাটে স্নান করতে। সেখানেই ঘটে তার পরে এই দুর্ভাগ্যজনক ঘটনা। সুমি তলিয়ে যাওয়ার ১০ ঘন্টা পর বাবুঘাট থেকে উদ্ধার করা হয় সুমিত এর মৃতদেহ। মৃতদেহ উদ্ধার করার পর তাকে এসএসকেএম হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই তার মৃতদেহ চিহ্নিত করেন তার পরিবারের লোকজন।
কিন্তু কিভাবে এই ঘটনা ঘটল তা এখনো পরিষ্কার নয় পুলিশের কাছে। পুলিশ জানিয়েছে ঘটনাটি সরেজমিনে তদন্ত করে দেখা হচ্ছে। শনিবার সমিতির দেহকে ময়না তদন্ত করা হবে।