রাজিব হারি ওম ভাটিয়া যিনি আমাদের কাছে এখন অক্ষয় কুমার নামে পরিচিত জন্মেছিল পাঞ্জাবের মিডেল ক্লাস একটি ফ্যামিলিতে।
টাইকন্ডতে ব্লাক বেল্ট পাওয়ার পর মার্সাল আর্ট শিখতে ব্যাংককে যান তারপর তিনি থাইল্যান্ডে মুইথাই শেখার পর তিনি
বাংলাদেরশের ঢাকা শহরে একটি হোটেলে কাজ করেন। এরপর বেশ কিছু দিন তিনি কলকাতা তেও কাজ করেন, এবং যখন তিনি
মুম্বাইতে ফিরে যান তখন তিনি বাচ্চাদের মার্সাল আর্ট শেখানো শুরু করেন।
হঠাৎ একদিন তার এক ছাত্রের বাবা তাকে একটি ফার্নিচারের শুটে মডেলিং করার জন্য প্রস্তাব দেন যেটি করে তিনি ৫০০০ টাকা পান।
এরপর তিনি মডেলিং এ ক্যারিয়ার তৈরী করার জন্য জাপিয়ে পরেন সেখান থেকে তার আজ মোট সম্পত্তির পরিমান ১৫০ মিলিয়ন
ডলার।
পুরো বলিউডে তিনি এমন একজন এক্টর যিনি ডিসিপ্লিন এবং হেলদি লাইফ লিড করেন, এবং তিনি সম্পূর্ন নিজের চেষ্টায় বলিউডে
প্রতিষ্ঠিত হন।

চিকিৎসায় সাড়া দিচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, তাই ‘গুজব’ রটাবেন না !
চিকিৎসায় সাড়া দিচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ৷ মঙ্গলবার বিকেলে হাসপাতাল থেকে আসা মেডিক্য…