প্রথমবার একসঙ্গে , রণবীর-আলিয়াকে পর্দায় রোম্যান্স করতে দেখবে দর্শক ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে।রণবীর কাপুর ও আলিয়া ভাট যে প্রেম করছেন,সেটা নিয়ে কারোর সন্দেহ ছিলোনা | সম্পর্কের শুরু থেকেই দুজনের কেউই সম্পর্কটাকে নিয়ে কোনও লুকোচুরি খেলেননি। গত বছর এক সাক্ষাৎকারে খোলামেলাভাবেই জানিয়েছিলেন রণবীর আলিয়ার সঙ্গে তাঁর সম্পর্কের কথা। আবার আলিয়াও কখনও এই সম্পর্কের কথা অস্বীকার করেননি।সম্প্রতি রণবীরের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আলিয়া যা বলেছেন, তা শুনলে হয় এই জুটির ভক্তরা কিছুটা অবাক হবেন। আলিয়া, রণবীরের সঙ্গে তাঁর সম্পর্কটাকে ‘অসাধারণ বন্ধুত্ব’ বলে ব্যাখ্যা করেছেন ফিল্মফেয়ার ম্যাগাজিন কে দেওয়া সাক্ষাৎকারে।
ফিল্মফেয়ারের তরফে আলিয়াকে প্রশ্ন করা হয় তিনি রণবীরের মতো এমন কঠিন মানুষকে তিনি কীভাবে সামলান? আলিয়ার মিষ্টি জবাব , ”রণবীর কোনও কঠিন বা জটিল মানুষ নন। ও একটা রত্ন।’
রণবীরের সঙ্গে তাঁর এই সম্পর্ককে আলিয়া এভাবে বলেন যে ”এটা কোনও প্রেম নয়, এটা বন্ধুত্ব। আমি এই কথাটা সততার সঙ্গেই বলছি। আমার জীবনের এটা একটা অসাধারণ অনুভূতি। যেন আমি মেঘ ভর্তি আকাশে তারাদের পাশ দিয়ে হেঁটে চলেছি। তার কথায় স্পষ্ট যে তারা দুজনেই ভিন্ন মানুষ। দুজনেই এখন দুজনের আগামী প্রজেক্ট গুলো নিয়ে ভীষণ ব্যস্ত। এই চরম ব্যাস্ততায় হয়ত লোকজন সবসময় তাদের একসঙ্গে দেখতেও পাবেন না। আর এটাই সুন্দর সম্পর্কের একটা সুন্দর দিক ।”পরে আলিয়া আরো এর সঙ্গে যোগ করেন ”নজর না লাগে। ” অর্থাৎ তাঁদের সুন্দর সম্পর্কে যেন কারোর নজর না লাগে।আলিয়াকে অতীতে রণবীরের একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক, জটিলতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি এটাই বলেন, ” এতে তার কিছুই যায় আসে না। এসব নিয়ে মাথা ঘামানোর সময় তার কাছে নেই । এটা ওর জীবনের অঙ্গ। রণবীরের আগে তিনিও তো প্রেম করেছেন । এমনটা নয়, যে তিনি প্রেম বিষয় থেকে অজ্ঞাত । ”

সোশ্যাল মিডিয়াতেও আলিয়া রণবীরকে জীবনের বিশেষ মানুষ হিসাবে উল্লেখ করেন।সম্প্রতি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মঞ্চে সেরা অভিনেত্রীর পুরস্কার নিতে উঠে, রণবীরকে তাঁর জীবনের বিশেষ মানুষ হিসাবে উল্লেখ তো করেন সঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সরাসরি ‘আই লাভ ইউ’ বলে বসেন আলিয়া। যা শুনে কিছুটা লজ্জা পান দর্শকাসনে বসে থাকা লাজুক রণবীর, মুখে হাসি লুকোতে হাত দিয়ে মুখ ডাকতে ও দেখা যাই কাপুর পুত্রকে ।শুধু কি আলিয়া ,অন্যদিকে রণবীর ও কম যান না প্রেম প্রকাশে, সেরা অভিনেতার পুরস্কার নিতে ওঠার সময় রণবীরও আলিয়াকে প্রকাশ্যে চুম্বন করেন।বলিউড এর এই মিষ্টি লাভ বার্ডস যেন এভাবেই তাদের ভালোবাসার মিষ্টি অনুভূতি বজায় রাখেন | এখন তাদের আগামী ছবি ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির আশায় তাদের অগণিত ভক্তরা প্রতীক্ষারত |