একের পর এক ইন্দ্রপতন ঘটছে রাজনৈতিক মহলে। সম্প্রতিই প্রয়াত হয়েছেন দুই জন বিশিষ্ট কেন্দ্রীয় মন্ত্রী। সেই শোক কাটিয়ে উঠতে না উঠতেই প্রয়াত হলেন বিশিষ্ট আইনজীবী তথা প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী রাম জেঠমালানি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
রাম জেঠমালানি বাজপেয়ী সরকারের আমলে আইন মন্ত্রী ছিলেন। তিনি একজন দক্ষ আইনজীবী হিসাবেও বিখ্যাত ছিলেন। তিনি দীর্ঘ সাত দশক ধরে আইনজীবীর ভূমিকা পালন করেছেন। তার ঝুলিতে দীর্ঘদিন আইনজীবী থাকার রেকর্ড বর্তমান। প্রচুর বিখ্যাত মামলা যেমন রাজীব গান্ধী হত্যা মামলা, জেসিকা লাল হত্যা মামলা, হর্ষদ মেহেতা দুর্নীতি মামলা, আফজাল গুরু মামলার সাথে তিনি নিযুক্ত ছিলেন।
এহেন বিশিষ্ট আইনজীবী রাম জেঠমালানি এদিন সকালে দিল্লিতে তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।