১৫ বছরের পড়ুয়ার সাথে ৪৩ বছরের শিক্ষিকার অবৈধ যৌন সম্পর্ক নিয়ে ঝড় উঠেছে ইংল্যান্ডের সমাজে। ছাত্র শিক্ষিকার সম্পর্ক হওয়া এমন কিছু নতুন ঘটনা নয়। তবে ওই পড়ুয়া ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে তাকে জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডে। ওই শিক্ষকের নাম লিভারপুল ক্রাউন কোর্ট লিডিয়া বেটি মিলিগ্যান। ৪৩ বছরের লিডিয়া আদপে বিবাহিত। তার দুটি সন্তানও বর্তমান। তা সত্ত্বেও জোর করে ওই পড়ুয়ার সাথে অবৈধভাবে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল লিডিয়া। সূত্রের খবর ভিডিও স্বীকার করেছেন বেশ কিছুদিন ধরেই ওই ছাত্রকে তার ভালো লাগতো। এরপর থেকেই আস্তে আস্তে তিনি তার পথে এগোতে শুরু করেন। শিক্ষক মহলে ও লিডিয়ার খুব একটা সুখ্যাতি নেই। বেশিরভাগ শিক্ষকই তার ওপর বেশ ক্ষুব্ধ।
অভিযোগ এতটাই গুরুতর যে ওই শিক্ষা কে কারাদণ্ড দিয়েছে আদালত। অভিযোগ ওই শিক্ষিকা জোর করে তার ১৫ বছরের ছাত্রকে তার সাথে যৌন সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করেছিলেন। এমনকি একান্ত সময় কাটানোর জন্য তিনি হোটেলও বুক করেছিলেন।
তবে এটা জানা গেছে এরকম ঘটনা লিডিয়া এই প্রথমবার ঘটাননি। এর আগেও নাকি তিনি অনেকবার শিশুদের সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে ছিলেন। তবে তিনি নিজের হয়ে বলেছিলেন যে তিনি ওই শিশুদের পড়াশোনায় সাহায্য করতেন মাত্র এ ছাড়া তার আর কোন খারাপ উদ্দেশ্য ছিল না।