অভিভাবকরা শিশুদের কানে নানা ধরনের সংক্রমণ নিয়ে দুশ্চিন্তায় থাকেন। বাচ্চারা এসব সংক্রমন সম্পর্কে বুঝেও না আর বুঝলেও সেগুলো অন্যদের বোঝাতে পারে না। কিছুক্ষেত্রে এসব সংক্রমনের লক্ষন দেখা দেয় অনেক দেরিতে।
তাই এমন পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী মিলে একটি অসাধারন অ্যাপ তৈরি করেছেন। তারা সবাই ওয়াশিংটন ইউনিভার্সিটির। তারা দাবি করেন যে এই প্রথমবারের মতো স্মার্টফোনে ব্যবাহের মত কোন অ্যাপ বানিয়েছেন তারা।
তাদের এই গবেষনাপ্ত্রটি সায়েন্স ট্রান্সলেশনাল মেডিসিন জার্নালে প্রকাশিত হয়েছে।
গবেষনাপ্ত্রটিতে বলা হয়েছে, এই অ্যাপসের জন্য বিশেষজ্ঞরা কাগজ, স্মার্টফোনের স্পিকার ও মাইক্রোফোন ব্যাবহার করেছে। বিশেষভাবে তৈরি করা কাগজের টুকরা মাইক্রোফোনের সাথে জড়িত থাকে; যা কানে দেয়ার পর সেটি কানের ভেতরকার বিভিন্ন শব্দ ও অবস্থা মাইক্রোফোনের মাধ্যমে স্মার্টফোনের স্পিকারে পৌঁছায়। এরপর অ্যাপটি যাচাইয়ের মাধ্যমে ফ্লুইডই পরিমাণ বের করে।
এই ফ্লুইডের কারনেই কানে যত ধরনের সংক্রমন হয়। ফ্লুইডের পরিমান যদি যানা যায় তারপরই নিশ্চিতভাবে বলা যাবে শিশুরা কোন সংক্রমনে ভুগছেন। বিজ্ঞানীরা জানান, এই অ্যাপটির মাধ্যমে এরমধ্যে ৮৫ ভাগ সঠিক উত্তর জানা সম্ভব হয়েছে। তাই তারা এই অ্যাপটি আরও উন্নয়ন করার জন্য কাজ করছেন।