ক্রিকেট বিশ্বকাপ চলে এসেছে । তাই প্রতিবারের মত এবারো শুরু হয়ে গিয়েছে নানা জল্পনা-কল্পনা। কোন দল জিতবে
বিশ্বকাপ? এ নিয়ে ক্রিকেটবোদ্ধারা বিভিন্ন ভবিষ্যদ্বাণী করছেন। এক জ্যোতিষী বলেও দিলেন এবার শিরোপা
জিতবেন কোন দল।
ভারতের মুম্বাইয়ের বিখ্যাত জ্যোতিষী গ্রিনস্টোন লোবো বলছেন, এবারের বিশ্বকাপ জয়ী দল হচ্ছে ইংল্যান্ড কিংবা
অস্ট্রেলিয়া।
বিশ্বকাপে অংশগ্রহণ করেন ১০টি দল। সেসব দলের অধিনায়কদের জন্ম সালের মাধ্যমে এ গণণা করেন তিনি।
তার মতে, যে দলের অধিনায়কের জন্মসাল ১৯৮৫ থেকে ১৯৮৭ সালের মধ্যে তারাই নাকি ট্রফি জিতবেন। এবং এই
সময়ের মধ্যে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, ইংল্যান্ডের ইয়ন মরগান এবং পাকিস্তানের সরফরাজ আহমেদ জন্মগ্রহণ করেন।
তবে লোবো সরফরাজকে বাদ দেন কারন তার নেতৃত্বে ইতিমধ্যে টাইটেল জিতেছে পাকিস্তান। ২০১৭ সালে তার হাত ধরে
প্রথমবার চ্যাম্পিয়নস ট্রফি ঘরে তোলেন দলটি।
ক্রিকেট বিশ্বকাপ জেতার ক্ষেত্রে ইংল্যান্ডকে সবথেকে বেশি এগিয়ে রাখছেন তিনি। কারন গ্রহ-নক্ষত্রের হিসাবে
মরগান নাকি বেসি ভাগ্যবান। লোবো বিশ্বাস করেন, স্বাগতিক দলই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে। এখন তার এই গণনা কতটুকু সত্যি
হবে সেটাই দেখার অপেক্ষা।
ভারত বিশ্বকাপ জিতবে না বলে ভবিষ্যদ্বাণী করার কারনে তোল্পাড় ফেলেন লোবো। কারন, ক্রিকেট বিশ্লেষকদের মতে ইন্ডিয়া
এবার হট ফেবারেট টিম হিসেবে ভাবছেন তারা।