এক বার এক রাজা বুদ্ধি করে তার সিপাহীদের সাহায্যে রাস্তার মধ্যে বড় একটি পাথর ফেলে রেখে পাশে জোপের আড়ালে তিনি লুকিয়ে গেলেন।
তিনি এটা দেখতে চেয়েছিলেন রাস্তা দিয়ে যাতায়েত করা লোক গুলোর এ অসুবিধার জন্য রিএকশন ক্যামন হয়। একে একে লোক আসা শুরু করলোঅনেকে পাথরটি পাশ কাটিয়ে চলে গেল অনেক আবার পাথরটি দেখে রাজার নামে গালা গাল দেয়া শুরু করে। এভাবে যখন ৯৯ জন পাথরটির পাশ কাটিয়ে চলে যাবার পর,এক দ্ররিদ্র চাশী মাথায় সবজি নিয়ে রাস্তায় এসে উপস্থিত হল। পাথরটি পরে থাকতে দেখে চাষী মাথার ঝুরি নামীয়ে একাই গায়ের জোর লাগিয়ে পাথরটিকে রস্তা থেকে সরিয়ে দিল।
পাথরটি সরিয়ে চাষী যখন ঝুরি টি তুলতে গেলে তখন দেখল পাথরটি যে স্তানে ছিল সেখানে এক থলে স্বর্ন মুদ্রা পরে আছে। আর সেখানে একটি চিঠি লেখা ছিল এই পাথর টি যে সরাবে এই ১ হাজার স্বর্ন মুদ্রা তার। তারপর সেই চাষী ওই গ্রামের এক জন ধনী ব্যাক্তি হয়ে গেল।
সে এমন কি করেছে যার জন্য সে এত ধনী হয়ে গেল? চাষীটি ওই কাজটিই করেছে যা বাকি ৯৯ জন করে নি।
আপনি চাকরি পাওয়ার কয়েক মাসে বেতন জমিয়ে কি করবেন? হয়ত একটি দামি ফোন কিনবেন যা ৯৯ শতাংশ মানুষই করে থাকে। এই ফোন ২ বছরের মধ্যে নষ্ট হয়ে যেতে
চলেছে এবং আপনার পুরো ইনবেস্টটাই নষ্ট। এছার এই ফোনে প্রতিদিন ৫-৬ ঘন্টা সময় নষ্ট করবেন। যা আপনার টাকা আর সময়
দু টোরই ভুল ইসবেসমেন্ট।
এটি না করে আপনি যদি টাকা বাচিয়ে কোন একটা বিজনেসে ইনবেসস্ট করেন এবং প্রতিদিন ৪-৫ ঘন্ট তার পিছনে শ্রম দেন তাহল্র
হয়ত ১০ বছর পর আপনি একজন সাকসেকফুল বিজনেসম্যান হতে পারেন। নিজেকে পরিনত করবেন দুনিয়ার ১% মানুষে।