মনে করা হয়, শিবের আরাধনার জন্য় সেরা সময় শ্রাবণ মাস। যাঁরা ঈশ্বরে বিশ্বাস রাখেন,তাঁরা এই সময়ে শিবপূজাকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। শ্রাবণ মাসে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন পদ্ধতিতে শিবপূজা করা হয়।
দেখে নেওয়া যাক, এই পূজা পদ্ধতি পালন করলে কী কী শুভ ফল পাওয়া যায়:
১। শ্রাবণে শিবপূজার ফলাফল শ্রাবণ মাসে শিবপূজা করলে যাবতীয় গ্রহদোষ কেটে যায় বলে দাবি জ্যোতিষশাস্ত্রের। ফলে কোনও বাঁধা বিঘ্ন যা গ্রহের দোষের জন্য হয়ে থাকে, তা কাউকে বিব্রত করলে তিনি এই মাসে শিবপূজা করে তা কাটিয়ে তুলতে পারেন।
২। স্বাস্থ্যের উন্নতি শ্রাবণ মাসে শিবপূজা করে স্বাস্থ্যের উন্নতি হয়। অনেকেই পরিবারের সকলের জন্য স্বাস্থ্য়ের উন্নতি কামনায় শ্রাবণ মাসে শিবপূজা করে থাকেন। শ্রাবণের শিবরাত্রিতে শিবপূজায় যা প্রার্থনা করা হয় ,তা পাওয়া যায় বলে দাবি অনেকের।
৩। উপযুক্ত স্বামী পাওয়ার প্রার্থনা শিবকে হিন্দু শাস্ত্র মতে আদর্শ পুরুষ বলে মনে করা হয়। আর সেজন্য অনেক অবিবাহিত মহিলাই শিবকে স্বামী হিসাবে পাওয়ার জন্য এই মাসে পূজা করে থাকেন।
পুজোর উপকরণঃ
শ্রাবণ মাসে এই পূজা করতে প্রয়োজন একাধিক দ্রব্য। মধু, ঘি, আখ সহ একাধিক দ্রব্য দিয়ে শ্রাবণ মাসের শিবপূজা সংগঠিত হয়।