ভয়ঙ্কর আগুনের গ্রাসে এবার সিমলার গ্র্যান্ড হোটেল।সিমলার হেরিটেজ গ্র্যান্ড হোটেলে ভয়াবহ আগুন লাগে সোমবার ভোরে।যত সময় যেতে থাকে আগুনের প্রকোপ ততই বাড়তে থাকে।দূর্ঘটনা নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে হাজির হয় ৫ টি দমকল ইঞ্জিন।ঝরের বেগে তারা শুরু করে আগুন নেভানোর কাজ।প্রাণহানির কোনো খবর এখনো পাওয়া যায় নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার ভোরে সিমলার এই বিলাসবহুল হোটেলে আগুন লাগে।এবং আগুন লাগার সাথে সাথেই তা ঝড়ের বেগে গ্রাস করতে থাকে হোটেলটিকে।খবর পাওয়ার সাথে সাথেই সিমলার মল রোড থেকে ঘটনাস্থলে চলে আসে দমকল বাহিনী।এই ব্যাপক আগুন নিয়ন্ত্রনে আনতে মোট ৫টি ইঞ্জিন লেগেছিল।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান সিমলার ডেপুটি কমিশনার রাজেশ্বর গোয়েলও।তার কথা অনুযায়ী, দমকল কর্মীদের তৎপরতায় এক ঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভবপর হয়েছে।

সিমলার এই বিলাস বহুল গ্র্যান্ড হোটেলটি ব্রিটিশ শাসনকালে গড়ে ওঠা প্রথম হোটেল।এই হোটেলটি সিমলার হেরিটেজ বিল্ডিংগুলির মধ্যে অন্যতম।স্থানীয় সূত্রে জানতে পারা গেছে সিমলার এই বহু পুরাতন গ্র্যান্ড হোটেলে আগেও একাধিকবার আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।১৯২২ সালে অর্থাৎ স্বাধীনতার আগে এই হোটেলের প্রধান তিনটি বিল্ডিং-এ আগুন লেগেছিল।সেই অগ্নিকান্ডে সেইগুলি সম্পূর্ণরূপে ধ্বংসস্তুপে পরিনত হয়েছিল সেইগুলি ।১৯৩০ সালে সেইগুলিকে পুনর্নিমান করা হয়।