পাকিস্তানে এবার হলো জোড়া জঙ্গি হামলা। এই হামলায় মৃত্যু হয়েছে অন্তত ৯ জনের গুরুতরভাবে আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের উত্তর-পশ্চিমের খাইবার পাখতুনখোয়ায়।
পাকিস্তানের চালানো হয়েছে পর পর দুটি হামলা। পুলিশ সূত্রে খবর প্রথম হামলাটি চালানো হয়েছে খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান এর একটি চেক পোস্টে। সেখানে হামলা চালায় ৪ বন্দুকবাজ। দুটি মোটরসাইকেল নিয়ে হামলাকারীরা হামলা চালিয়েছিল। ঘটনাস্থলে পুলিশ ও জঙ্গি সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই পুলিশ কর্মীর। সেই দুই পুলিশ কর্মীর মৃতদেহ নিয়ে স্থানীয় হাসপাতালে পৌঁছানোর পর দ্বিতীয় হামলাটি হয় সেখানেই।
হাসপাতালে যে দ্বিতীয় হামলাটি চালানো হয়েছিল সেটি আত্মঘাতী বিস্ফোরণ এর মাধ্যমে করা হয়েছিল। পুলিশ সূত্রে খবর আত্মঘাতী এই বিস্ফোরণটি ঘটিয়েছেন এক মহিলা জঙ্গি। তদন্তে জানা গেছে আত্মঘাতী ওই বোরখা পরা মহিলা জঙ্গি টি আগে থেকেই উপস্থিত ছিলেন ওই হাসপাতালে। হাসপাতালে এই হামলায় ক্ষয়ক্ষতির সংখ্যা অনেক বেশি হয়েছে। এই দ্বিতীয় হামলায় ৪ জন পুলিশ কর্মী সহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে।
সূত্র অনুসারে হাসপাতালে ওই আত্মঘাতী বিস্ফোরণে প্রায় ৮ কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। পাকিস্তান পুলিশ সূত্রে জানা গেছে এই প্রথম খাইবার পাখতুনখোয়া জেলায় কোন মহিলা আত্মঘাতী জঙ্গির সাহায্যে হামলা চালানো হলো। হাসপাতলে ঘটা দ্বিতীয় হামলায় আহতদের সংখ্যা আশঙ্কাজনক। রবিবার রাতে খাইবার পাখতুনখোয়ায় ঘটে যাওয়া এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান নামের এক জঙ্গি সংগঠন।