শুক্রবার রাতে দেশপ্রাণ শাসমল রোডে টলি ক্লাবের সামনে থেকে শিলাজিৎ পুত্র ধী মজুমদার কে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের অভিযোগ বেআইনি মাদক পাওয়ার ধী মজুমদারকে গ্রেফতার করে পুলিশ। ধী এর সাথে সাথে তার দুই বন্ধু কেও আটক করা হয়। আজ অর্থাৎ শনিবার তাদের আলিপুর আদালতে তোলা হবে।
রাত নটার সময় নিয়মিত রাস্তার রুটিন টহল দেয় পুলিশ। রোজকার মতো শুক্রবার রাতেও টহল দেওয়ার সময় দেশপ্রাণ শাসমল রোডের টলি ক্লাবের সামনে একটি কালো গাড়ি কে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় পুলিশের। ওই কালো গাড়িটির জানলার সবকটা কাঁচ ছিল বন্ধ। পুলিশের সন্দেহ হওয়ায় গাড়িটির কাছে গিয়ে গাড়িটির কাঁচ নামাতে বলেন পুলিশ। গাড়ির জানলার কাঁচ নামাতেই ভেতর থেকে মত্ত অবস্থায় উদ্ধার করা হয় বিখ্যাত গায়ক শিলাজিৎ মজুমদার এর পুত্র ধী মজুমদারকে। তার সাথে তার দুই বন্ধু করণ পাঞ্চাল ও প্রিয়ম পাঞ্চাল কেও নেশাগ্রস্ত অবস্থায় গ্রেপ্তার করে পুলিশ।পুলিশের অভিযোগ তাদের কাছ থেকে কয়েকশো গ্রাম গাঁজাও উদ্ধার করে পুলিশ।
পুলিশের অভিযোগ তাদের জিজ্ঞাসাবাদ করার সময় অসংলগ্ন ভাবেও কথা বলেন তারা। পুলিশের কোন প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারেননি অভিযুক্তরা। কোথায় যাবেন তারা এখানে কি করছেন এইসব প্রশ্নের কোন উত্তরই দিতে পারেননি ধী মজুমদার ও তার বন্ধুরা। এরপর পুলিশ তাদের গ্রেফতার করে রিজেন্ট পার্ক থানায় নিয়ে আসেন এবং তাদের বিরুদ্ধে এনডিপিস অ্যাক্ট এ মামলা দায়ের করেন।সূত্রে খবর এই অভিযুক্ত অভিনেতা ধী মজুমদারকে আজ অর্থ শনিবার সকালে আলিপুর কোর্টে তোলা হবে।