পশ্চিম মেদিনীপুর এবার কেঁপে উঠল ভূমিকম্পে। শনিবার দিন বিকেল ৪ঃ৪২ মিনিট নাগাদ পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে। এই কম্পনের প্রভাব কলকাতাতেও পড়েছে। প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে তবে এই কম্পনের মাত্রা কম ছিল।
জানা গেছে পশ্চিম মেদিনীপুরের এই ভূমিকম্পের উৎসস্থল ছিল দাঁতন, বেলদা এবং ঘাটাল। উৎস স্থল পশ্চিম মেদিনীপুরের এই জেলাগুলো হলেও তার রেশ পড়েছে কলকাতাতেও। শনিবারের এই কম্পনের রেস লাগোয়া কিছু শহরেও অনুভূত হয়েছে।
তবে বেশিক্ষণ ছিল না এই কম্পনের স্থায়িত্ব। মাত্র কয়েক সেকেন্ডের ছিল এই ভূমিকম্প। তবে কম্পন অনুভূত হতেই আতঙ্কিত হয়ে মানুষজন ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। সূত্রে জানা গিয়েছে এই কম্পনে কোনরকম ক্ষয়ক্ষতি হয়নি।