লন্ডন,৬ই মেঃ বাকিংহাম রাজপ্রাসাদে আগমন ঘটল আরেক নতুন অতিথির।ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল এবং ব্রিটেনের প্রিন্স হ্যারির ঘরে পদার্পন করলেন তাদের প্রথম পুত্র সন্তান।সোমবার সকাল ৫টা ২৬ মিনিট নাগাদ জন্ম হয় রানি এলিজাবেথের অষ্টম প্রপৌত্রের।এই খবর প্রথম ঘোষনা করেন সাসেক্সের ডিউক হ্যারি।অন্তঃসত্ত্বার সময় স্ত্রী ও তাঁর পাশে থাকার জন্য ব্রিটেনবাসীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।প্রাসাদের বাইরে টাঙিয়ে দেওয়া হয়েছে সন্তান জন্মের খবর।১৮৩৭ সালে বাকিংহাম প্যালেস রানির স্থায়ী ঠিকানা হওয়ার পর থেকেই এই রীতি চলে আসছে।এদিন ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রিন্স হ্যারি লেখেন, ‘সকাল সকাল প্রথম সন্তানকে অভিনন্দন জানাচ্ছি। রাজ পরিবারের আশীর্বাদে পুত্রের ওজন হয়েছে ৩ কেজি ২০০ গ্রাম। ডাচেস ও শিশুপুত্র দু’জনের সুস্থ রয়েছে। এই বিশেষ সময়ে আমাদের পাশে দাঁড়ানোর জন্য জনগণকে ধন্যবাদ। আগামী দিনে আরও খবর জানানো হবে।’ গত বছর আমেরিকায় জন্ম হওয়া প্রাক্তন অভিনেত্রী মার্কেল (৩৭)-এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ব্রিটিশ রাজপুত্র হ্যারি (৩৪)।উইন্ডসর ক্যাসেলে অনুষ্ঠীত হয়েছিল তাদের বিবাহ।গত বছরের অক্টোবরে মেগানের অন্তঃসত্ত্বার খবর ঘোষণা করে কেনসিংটন প্যালেস। জানানো হয় বসন্তেই রাজ পরিবারে আগমন ঘটবে নয়া অতিথির।সেইমত নির্দিষ্ট দিনেই পুত্রসন্তানের জন্ম দেন ডাচেস অব সাসেক্স।সঙ্গে সঙ্গে রানি, ডিউক অব এডিনবরা, প্রিন্স অব ওয়েলস, ডাচেস অব কর্নওয়াল, ডিউক অ্যান্ড ডাচেস অব কেমব্রিজ সহ রাজ পরিবারের সবাইকে খবরটি দেন হ্যারি।মার্কেলের মা ডোরিয়া রেগল্যান্ডও ভীষন খুশি তার দিদা হওয়ার খবর শুনে।
রাজ পরিবারের সদস্য হলেও নিজে থেকে কোনও টাইটেল পাবে না সদ্যোজাত। রানি এলিজাবেথকে আনুষ্ঠানিকভাবে চিঠি ইস্যু করে ঘোষণা করতে হবে।এছাড়া বিশ্বের দীর্ঘতম রাজতন্ত্রের সিংহাসনে বসতে গেলে সাত নম্বরে রয়েছে হ্যারি-মার্কেল পুত্র।