শনিবার ছত্রিশগড়ের পুলিশের সাথে এনকাউন্টার হয় মাওবাদীর। এই এনকাউন্টারে নিহত হয়েছে ৪ জন মাওবাদী। এই এনকাউন্টার হয়েছে ছত্রিশগড়ের ধমতরীতে।
ছত্রিশগড়ের ধমতরীতে শনিবার পুলিশের গুলিতে মারা যায় চারজন মাওবাদী। নিহত মাওবাদীদের মধ্যে তিনজনই ছিলেন মহিলা সদস্য। পুলিশ সূত্রে খবর শনিবার দিন হল খল্লারি ও মেচকা গ্রামের মাঝখানের জঙ্গলে মাও বিরোধী অভিযান চালায় পুলিশ। সেই অভিযান চলার সময় মাওবাদীদের সাথে স্পেশাল টাস্কফোর্স এর সংঘর্ষ লাগে। শনিবার দিন হওয়া ওই সংঘর্ষ তেই মারা যায় ওই চার মাওবাদী। খানাতল্লাশি পর ওই স্থান থেকে ৭ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
ঝাড়খণ্ডের সেইদিনই মাওবাদীরা দুটি খালি ট্রাক জ্বালিয়ে দিয়েছিল। সুত্রে খবর ওই দুটি ট্রাকে আগুন দেয় ১২ জনের একটি মাওবাদী দল। এই মাওবাদী দলটি নিষিদ্ধ ঝাড়খন্ড জনমুক্তি পরিষদের সদস্য। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে ঝাড়খণ্ডের গঢ়বা জেলায়। পুলিশ সূত্রে খবর ওই দুটি ট্রাকে আগুন দেওয়ার আগে ওই দুটি ট্রাকের চালক দের নামিয়ে বেধড়ক মারধর করে মাওবাদীরা। খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। তবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই পালিয়ে গিয়েছিল ওই মাওবাদীর দল।