বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু ঘটলো চার সাফাই কর্মীর। ঘটনাটি ঘটেছে উদয়পুর এর মানওয়া খেরা এলাকায়। শহরের নর্দমা পরিষ্কার করতে গিয়ে সেই অঞ্চলে বুধবারে মারা গেলেন ৪ সাফাই কর্মী। প্রথমে অনুমান করা হয়েছিল নর্দমার ভিতর শ্বাসকষ্টে মারা গিয়েছেন তারা।
পরে আবিষ্কৃত হয় ওই নর্দমার সঙ্গে হাই ভোল্টেজের কেবলের তার গেছে। তাই অনুমান করা হয়েছে হয়তো ইলেকট্রিক সুইচ বন্ধ না করে কাজ করছিলেন তারা এবং ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা পড়েন তারা।
ঘটনাটি ঘটার পর সেখানে পুলিশ যায়। পুলিশের বক্তব্য অনুসারে যে জায়গায় কাজ চলছিল সেখানে মাটির নিচে ১১kv হাই পাওয়ারের কেবল লাইন পাওয়া গেছে। তাই পুলিশও অনুমান করছেন হয়তো বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছেন ওই চার সাফাই কর্মী। তবে পুলিশ অনুসন্ধান চালিয়ে তাদের সাথে কোন নিরাপত্তাব্যবস্থার সরঞ্জাম খুঁজে পাননি।