রবিবার ছিল উৎসবের শেষ দিন। রসনা আর সঙ্গীতের টানে এখানে ভীড় করেছিলেন প্রায় ১,০০,০০০ মানুষ। উত্সবের মেজাজে যখন গোটা এলাকা গমগম করছে, সেই সময় হঠাৎ সেখানে বন্দুক নিয়ে হামলা চালায় এক দুষ্কৃতি। বন্দুকবাজের হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৩ জনের, গুলিতে আর হুড়ুোহুড়িতে জখম হয়েছেন অনেকে। এদের মধ্যে অন্ত ১২ জন গুরুতর আহত।
ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গিলরয়ে। গিলরয়ের একটি জনপ্রিয় ‘ফুড ফেস্টিভ্যাল’ যেটি ‘গার্লিক ফেস্টিভ্যাল’ নামে পরিচিত, সেখানে প্রতি বছরের মতো এ বছরেও ভীর করেছিলেন হাজার হাজার মানুষ। খাদ্যমেলার পাশাপাশি মিউজিক কনসার্টের টানে নানা প্রান্ত থেকেই এখানে ছুটে এসেছিলেন বহু মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন বিকেলে বছর ত্রিশের এক দুষ্কৃতি আচমকাই বন্দুক নিয়ে হামলা চালায় এখানে।
কাউন্সিলম্যান ডিওন ব্র্যাকো জানান, বন্দুকবাজের হামলায় ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন, যার মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই আততায়ীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস। তদন্ত শুরু হয়েছে।