মেক্সিকোর সমুদ্র সৈকতে সূর্যস্নাত ক্যাটরিনা কাইফ ,তার শুভ জন্মদিন বলে কথা | গত কয়েক দিন ধরেই ইনস্টাগ্রাম জুড়ে ছবি পোস্ট করেছেন ক্যাটরিনা।৩৬ বছরে পা দিলেন তিনি,গত মঙ্গলবার ছিল সেই দিন, মেক্সিকোয় পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী |তবে পরিবারের বাইরে বিশেষ কোনো সঙ্গী এই সফরে আছেন কি না, তা জানা যায়নি। অনেক অনুরাগীর মনেই প্রশ্ন ,ক্যাট বিয়ের পিঁড়িতে কবে বসছেন? যদিও রণবীর এর সাথে ব্রেক আপ এর পর করার সাথেই রিলেশনশিপ এ দেখা যায়নি তাকে |তবে তিনি অবশ্য সলমান খান এর সাথে তার অটুট বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেছেন| অন্য অভিনেত্রীর মতো তার বিবাহ কথাও এখন চর্চিত বিষয় |

সলমান সোশ্যাল সাইটে ক্যাটরিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সলমন। শুভেচ্ছা জানিয়েছেন আলিয়া ও , ইনস্টাগ্রামে তাঁর ‘জিম বাডি’কে ভালোবাসা জানাতে ভোলেননি | রণবীরের প্রাক্তন হিসেবে আলিয়া র সাথে তার সম্পর্কের দূরত্ব অনেকটাই মিটে গেছে বন্ধুত্বের ছোঁয়ায় |

মহিলাকেন্দ্রিক ছবির ভিড়ে কেরিয়ারে পিছিয়ে পড়েছেন ক্যাটরিনা।তবুও লুক বদলে বা অ্যাকশনের ভরসায় তিনিও নিজেকে আবার দৌড়ে সামিল করার কথা ভাবছেন,তার অভিনয় দক্ষতা থাকলেও সলমান এবং অক্ষয়ের সাথেই জুটি হিসেবে তার বেশিরভাগ ছবি আজ হিট হয়েছে, ট্রেন্ড চেঞ্জ হয়েছে, অক্ষয় ও নিজে পরিবর্তিত হয়েছেন ,তাই ক্যাট ও পিছিয়ে নেই | তাকে শেষ দেখা গিয়েছিলো ” ভারত ” ছবিতে, সলমান এর বিপরীতে,তার আগামী ছবি অক্ষয় এর সাথে অভিনীত “সূর্য বংশি “,যদিও ‘স্ট্রিট ডান্সার থ্রিডি’তে বরুণ ধওয়নের সঙ্গে কাজ করার কথা ছিল তার , তবে সেটি ক্যাট ছেড়ে দিয়েছেন বলে সূত্র থেকে জানা গেছে |

তবুও সুন্দরী লাস্যময়ী ক্যাটরিনা কাইফ কে রইলো জন্ম দিনের শুভেচ্ছা,তার আগামী ছবিগুলি হিট হয়ে তার ক্যরিয়ার কে নতুন গতি দিক এটাই কামনা রইলো |
