মহিলাদের ত্বকে বলিরেখা পরা সব থেকে বড় দুঃস্বপ্ন , যে তারা আগের মত যুবতী দেখাবে না এটাই তাদের জীবনে সব থেকে বড় আঘাত । কিছু মহিলারা সীমা রেখা পার করে যান এই বলিরেখা নিয়ন্ত্রন করার জন্য , যে কোনও ভাবেই আটকাতে চায় এই বলিরেখা।
কিন্তু এতকিছু না করে সাধারণ ঘরোয়া পদ্ধতি তে এই বলিরেখা নিয়ন্ত্রন করা যায় ।
১। বাঁধাকপির রস
বাঁধাকপি খেতে যেমন সুস্বাদু সেরকমই এটি ত্বকের পক্ষেও উপকারী।ত্বকের বলিরেখা কমাতে এর জুড়ি মেলা ভার।বাঁধাকপির রসে আছে অ্যান্টিওক্সিডেন্ট যা ত্বকের শুষ্কতা কমায় এবং ত্বকের ঔজ্জ্বল্য বজায় রাখতে সাহায্য করে। বাঁধাকপির রস বার করে নিন তাতে গোলাপ জল দিয়ে মিশ্রণ বানিয়ে নিন, এবার সেটা মুখে লাগান আর ১৫-২০ মিনিট রেখে ধুয়ে নিন ।
২। মুসর ডালের মাস্ক
মুসুর ডালও ত্বকের জন্য খুবই উপকারী।মুখের তারুণ্য বজায় রাখতে এটিও ভূমিকা পালন করে থাকে।মুসুর ডাল চামড়ার কোষগুলোকে টেনে ধরে রাখতে সাহায্য করে এবং ত্বকের তারুন্য বজায় রাখে। মুসুর ডাল অল্প জল দিয়ে বেটে মুখে লাগান আর কিছুক্ষণ পর ঠাণ্ডা জলে ধুয়ে নিন ।
৩। গাজর
গাজরেও এমন কিছু উপাদান থাকে যা ত্বকের তারুন্য ধরে রাখতে সহায়তা করে। ২টি গাজর সেদ্ধ করে তাতে অল্প মধু আর অলিভ এর তেল দিয়ে মিশ্রণ বানিয়ে মুখে লাগান আর ১ ঘণ্টা পর ধুয়ে দিন ।
৪। মেথি শাক
আমরা সবাই জানি মেথি শাক শরীরের পক্ষে ভীষণ উপকারী। এই শাক ত্বকের সৌন্দর্য্য বৃদ্ধিতেও সমানভাবে সাহায্য করে।মেথি শাকে উপস্থিত থাকা ভিটামিন আর মিনারেল ত্বকের বলিরেখা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। মেথি শাক বেটে নিয়ে মুখে মাখুন , পুরো শুকনো হয়ে গেলে ধুয়ে নিন ।
৫। ভেসলিন
ভেসলিন তো অনেক কাল আগে থেকেই ত্বকের রক্ষা করে এসেছে।ত্বকের আদ্রতা বজায় রাখার ক্ষেত্রে ভেসলিনের জুড়ি মেলা ভার। রাতে শুতে যাওয়ার আগে অল্প করে মুখে মেখে নিন ।মনে রাখবেন যাদের ত্বক তৈলাক্ত তারা ব্যাবহার করবেন না।
৬। আখের রস
আখের রস ত্বকের মৃত কোষকে সরিয়ে দিয়ে ১-২ চামচ আখের রস আর ১ চামচ হলুদ দিয়ে মিশ্রণ বানান আর ত্বকে লাগান , ১০-১৫ মিনিট রেখে উষ্ণ জলে ধুয়ে নিন ।
৭। দারুচিনি মাস্ক
দারুচিনি গুঁড়ো করে তাতে মধু মিশয়ে মুখে লাগান ১৫ মিনিট এর জন্য আর উষ্ণ গরম জলে মুখ ধুয়ে নিন ।মনে রাখবেন দারুচিনি সব ত্বকে সহ্য হয় না তাই মুখে লাগানোর আগে একটু আলাদা হাতে লাগিয়ে পরীক্ষা করে নিন।
৮। মূলার বীজ মাস্ক
কিছু মূলার বীজ নিয়ে ভাল করে বেটে নিয়ে তা মুখে লাগান আর ২০ মিনিট রেখে দিন , এর পর উষ্ণ জলে ধুয়ে নিন ।
৯। টমেটো মাস্ক
একটা টমেটো অর্ধেক করে তাতে সামুদ্রিক লবন লাগিয়ে মুখে ঘষুন ১ মিনিট আর ৫ মিনিট রেখে ধুয়ে নিন ।
১০। আনারস
এক টুকরো আনারস নিয়ে মুখে ঘষুন আর ২০ মিনিট রেখে ধুয়ে নিন । এতে ত্বক মসৃণ হয় ।
এখন আর আপনাকে বলিরেখা নিয়ে ভাবতে হবে না , এই ঘরোয়া পদ্ধতি ব্যবহার করুন আর বলিরেখা কে বিদায় জানান ।