ডেঙ্গি আতঙ্কে কাঁপছে বাংলাদেশ। গত ২৪ ঘন্টার মধ্যেই শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গি জ্বরে আক্রান্ত ভর্তি হয়েছে নারী এবং শিশু সহ ৯৯ জন। চিকিৎসাধীন এত লোকের মাঝে ডেঙ্গিতে মৃত্যু হয়েছে চারজনের। সময় যত যাচ্ছে পরিস্থিতি হচ্ছে ততই গম্ভীর। প্রকোপ বাড়ছে বিশেষ করে রাজধানীতে।
হাসপাতাল সূত্রে খবর এ বছরের জুলাই পর্যন্ত ঢাকার মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৬৪ জন মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়ে। এদের মধ্যে ৯১১ জন ভর্তি হয়েছে গত ২২ দিনে। পরিস্থিতি দিনে দিনে বিকটতর হয়ে উঠছে। ডেঙ্গির প্রকোপ সমানে বেড়ে চলেছে ঢাকায়।
গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন চারজন মানুষ। ঢাকা মেডিকেল কলেজের নতুন ভবনের মত পুরাতন ভবনের শিশু বিভাগীয় একই দৃশ্য। একের পর এক শিশুর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে হাসপাতালে। ডাক্তাররা জানিয়েছেন মূলত ৮ বছর বয়সী শিশুরা আক্রান্ত হচ্ছে ডেঙ্গিতে।
পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে বাংলাদেশে। জুলাইয়ের ২২ দিনে এক লাফে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৯১১ তে এসে পৌঁছেছে। আশঙ্কা করা হচ্ছে হয়তো আরো বাড়তে পারে। এককথায় পরিস্থিতি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।