আজ ২৩ মে, আর মাত্র কয়েক ঘন্টা পরেই ঘোষনা করা হবে ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবারে বলিউড থেকে যাদের পুরস্কার পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে তারা হলেন – তাব্বু (শ্রেষ্ঠ অভিনেত্রী, আন্ধাধুন), সুরেখা সিক্রি (সেরা পার্শ্ব-অভিনেত্রী, বাধাই হো), গুলজার (শ্রেষ্ঠ গীতিকার, রাজি) ও শঙ্কর-এহসান-লয় (সেরা সঙ্গীত পরিচালক, রাজি). এর আগে তাব্বু ও সুরেখা সিক্রি ২ বার, গুলজার ৩ বার ও শঙ্কর-এহসান-লয় ১ বার জাতীয় পুরস্কার পেয়েছেন সেইম ক্যাটেগরিতে। তাই এদের জেতাটা মোটামুটি নিশ্চিত।
যাদের মোটামুটি সম্ভাবনা আছে অর্থাৎ ৫০-৫০ তারা হলেন – বাধাই হো (সেরা চলচ্চিত্র, হিন্দি), সুদানি ফ্রম নাইজেরিয়া (সেরা চলচ্চিত্র, মালয়ালাম), রঙ্গস্থলম (সেরা চলচ্চিত্র, তেলুগু), দৃষ্টিকোণ (সেরা চলচ্চিত্র, বাংলা), কার্বন (সেরা চলচ্চিত্র, মালয়ালাম), রনবীর কাপুর (সেরা অভিনেতা, সঞ্জু), প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (সেরা অভিনেতা, দৃষ্টিকোণ), রাম চরণ (সেরা অভিনেতা, রঙ্গস্থলম), জয়াসুর্য (সেরা অভিনেতা, নিয়ান মারিকুট্টি), ঋতুপর্ণা সেনগুপ্ত (সেরা অভিনেত্রী, দৃষ্টিকোণ), তনুজা মুখার্জি (সেরা অভিনেত্রী, সোনার পাহাড়), মঞ্জু ওয়ারিয়ার (সেরা অভিনেত্রী, অাামি), আলিয়া ভাট (সেরা অভিনেত্রী, রাজি), রজনীকান্ত (সেরা পার্শ্ব-অভিনেতা, ২.০), গজরাজ রাও (সেরা পার্শ্ব-অভিনেতা, বাধাই হো), বিশাল ভরদ্বাজ (সেরা সঙ্গীত পরিচালক, কার্বন), দেবীশ্রী প্রসাদ (সেরা সঙ্গীত পরিচালক, রঙ্গস্থলম), অরিজিৎ সিং (সেরা গায়ক, আয়ে ওয়াতান), বিজয় ইয়েসুদাস (সেরা গায়ক, পূমুথুলে), অভয় যোধপুরকর (সেরা গায়ক, মেরা নাম তু), শ্রেয়া ঘোষাল (সেরা গায়িকা, ঘুমার), শ্রেয়া ঘোষাল (সেরা গায়িকা, নির্মাথালা পূনিভিনুল্লিল), রঙ্কিনী গুপ্ত (সেরা গায়িকা, ছাও লাগা), সুনিধী চৌহান (সেরা গায়িকা, মানওয়া রোঁয়া সা), হরিনারায়ণন (সেরা গীতিকার, কান্নেথাদূরম), সেরা কোরিওগ্রাফি (ঘুমার)।
আজ যারাই জিতবে সবাইকে অগ্রীম অভিনন্দন।
আরও খবর পড়ূনঃ সালমান-ক্যাট্রিনা একে অপরের ভালবাসায় মগ্ন! ভালবেসে ন্যাশনাল এওয়ার্ডও উপহার