এবার লড়াই হবে ফাইনালের। মাঠে এবার মুখোমুখি Indian Super League -এর সব থেকে শক্তিশালী দুই দল, মুম্বই ইন্ডিয়ানস এবং চেন্নাই সুপার কিংস।এই নিয়ে মাঠে চারবার লড়াই হবে এই দুই দলের।
সবার দৃষ্টি এখন মাঠের দিকে।
প্রথম তিনবারই জয়ের পতাকা উড়িয়েছে মুম্বই ইন্ডিয়ানস।এবার দেখার বিষয় ফাইনালে গিয়ে ধোনি তার ম্যাজিক দেখাতে পারেন কি না।অপেক্ষায় রয়েছে গোটা দেশ।মুখিয়ে রয়েছে ফাইনালের যুদ্ধের সাক্ষী হওয়ার জন্য।
আগে প্রথম কোয়ালিফায়ারে এই চেন্নাই সুপার কিংস-কে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছিল রোহিত এর দল।পরে শুক্রবারে দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লী ক্যাপিটালস-কে হারিয়ে ফাইনালে পৌঁছেছে চেন্নাই সুপার কিংস। মুম্বইয়ের নিজেদের ক্ষমতার ওপর প্রত্যয় আরো জোরদার হয়েছে কারণ এর আগে চারবার ফাইনালে পৌঁছে তিনবারই তারা চ্যাম্পিয়ন হয়েছে। তার মধ্যে দুটো আবার চেন্নাইয়ের বিরুদ্ধেই ২০১৩ ও ২০১৫ সালে। রবিবার হায়দ্রাবাদে IPL 2019-এর সব থেকে বড় দুই শত্রু শিবিরের লড়াই ইতিহাস হয়ে থাকতে পারে।
তবে চেন্নাইও তার আত্মবিশ্বাস ফিরে পেয়েছে।দিল্লির বিরুদ্ধে তাদের এই জিত তাদের মনবল জোরদার করতে সাহায্য করেছে।
ওপেনার শেন ওয়াটসন রানে ফিরেছেন। ৩২ বলে ৫০ রানের ইনিংস খেলেছেন তিনি। অন্যদিকে, মুম্বই চারদিন বিশ্রাম পেয়েছে। ফলে তারা ফাইনালে খেলতে নামছে সর্বশক্তি নিয়েই। চেন্নাইয়ের সেখানে ক্লান্তি তাদের পেছনে টানতে পারে।
মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের মধ্যে ফাইনাল ম্যাচ হবে ১২ মে, ২০১৯ রাত ৭:৩০ থেকে।এই ম্যাচটি হবে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে।
এবার দেখা যাক কে জয়ের শেষ হাসি হেসে দেখায়।