গত ২৫ শে মে ছিলো কারান জোহরের জন্মদিন। জন্মদিন উপলক্ষে তার কাছের-দুরের বন্ধু বান্ধব সকলেই শুভেচ্ছা জানায়।
তবে এবার শুভেচ্ছা জানানো নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক। তার এক বন্ধু যে নিউইয়র্ক ভিত্তিক একজন নেপালিয়ান ডিজাইনার প্রবাল গুরুং কারানকে শুভেচ্ছা জানিয়েছিলো এভাবে “jab payer kiya to darna keya”. কারানের রিপ্লাই টাও ছিলো ঠিক এরকম ” সব কিছু ফাঁস করে দিবে কি হাহাহ”,আর এটা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। ইনস্টাগ্রাম জুড়ে এখন অনেকেই বলছে কারান প্রবালের সাথে রিলেশনশীপে আছে।শুধু ইনস্টাগ্রামই নয় অনেক ইউটিউবারও ফলাও করে প্রচার করতেছে তাদের নাকি রিলেশন আছে।
এসবে বিরক্ত হয়ে প্রবাল আজ নিজেই আর একটি স্টেটমেন্ট দিয়েছে যে তারা খুব ভালো বন্ধু, সে কোনদিনও তার সাথে সম্পর্কে যাওয়ার কথা চিন্তাও করে নাই এবং সকলেই যেন এসব রিউমার বন্ধ করে তার জন্য তিনি অনুরোধ করেছেন।
বলিউডের একজন সনাম ধন্য সফল প্রডিউসার এবং ডিরেক্টর তিনি।শাহরুখ খানের ক্যারিয়ারের বেশির ভাগ হিট সিনেমা গুলোর পরিচালনা করেছে কারান জোহার। বলিউডে নতুন অভিনেতা দের সুযোগ করে দিতে অনেকটা মুক্ষম ভূমিকা পালন করেন তিনি। যদিও এ নিয়ে অনেক বিতর্ক রয়েছে।
আরও খবর পড়ুনঃ বলিউডের পঞ্চ পান্ডব