অনেকেই চায় কেবিন ক্রু হতে সেই স্বপ্নকে পুরন করতে এবার বিমান বাংলাদেশ “কেবিন ক্রু”” জনবল নিয়োগ নিচ্ছে।
আবেদন করার শুরু ২০ মে এবং শেষ সময় ১০ জুন রাত ১২ টা পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতাঃ এইসএসসি পাস হতে হবে এবং ন্যূনতম জিপিএ–৩ থাকতে হবে।
বয়সঃ ১৯-২৫ বছর
প্রার্থির ধরনঃ নারী – পুরুষ
উচ্চতাঃ পুরুষের উচ্চতা থাকতে হবে ১৬৮ সেন্টিমিটার এবং নারীর ক্ষেত্রে ১৫৮ সেন্টিমিটার ।
কিন্তু নারীকে অবিবাহিত হতে হবে। অবিবাহিত না হলে আবেদন করতে পারবে নাহ।
বেতন : ১৫,৯০০-৩৮,৪০০ টাকা
আবেদন করার লিংকঃ http://www.biman.org.bd
আবেদনের সময়ঃ ২০ মে থেকে ১০ জুন