২১ জুন মুক্তি পেয়েছে শহীদ কাপুর ও কিয়ারা আদভানি অভিনীত মুভি কবির সিং। এই মুভিটি মূলত সন্দিপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত তেলেগু ফিল্ম অর্জুন রেড্ডির রিমেক। একই পরিচালক নিজের পরিচালনায় তেলেগু মুভির রিমেক হিন্দিতেও নির্মান করে যে ভুল করেননি তার প্রমান প্রথম দিনেই ২০.২১ কোটি রুপির কালেকশান। শহীদ কাপুর অভিনীত কোন মুভির সর্বোচ্চ ওপেনিং কালেকশান এটি।
যাক, এই ছবি মূলত একটি পিওর লাভ স্টোরি। ছবির মুল কাহিনির আবর্তিত হয়েছো কবির সিং আর প্রীতি নাম্নী দুই কেন্দ্রিয় চরিত্রের প্রেম কাহিনী ঘিরে। শহীদ কাপুর অভিনীত কবির সিং চরিত্রটি উগ্র ও অনিয়ন্ত্রিত মেজাজের একজন মেধাবী সার্জনের আর কিরা আদভানীর অভিনীত প্রীতি চরিত্রটি একই মেডিক্যাল কলেজে পড়তে আসা পান্জাবী পরিবারের শান্ত ও সাধারন মেজাজের একজন সুন্দরী ছাত্রীর।
তাদের দুজনের মধ্যেকার প্রেম-বিচ্ছেদ আর বিচ্ছেদ পরবর্তি কবির সিংয়ের উগ্রতা, অসহায়ত্ব, ঘুরে দাঁড়ানোর চেষ্টা ঘিরেই ফিল্মের কাহিনীর বয়ে চলা। মাঝেমধ্যে পারিবারিক বন্ধন আর চমৎকার বন্ধুত্বের কিছু আবেগি দৃশ্যায়ন ফিল্মে বাড়তি মাত্রা যোগ করবে। তবে, বিভিন্ন দৃশ্যে কবির সিং চরিত্রকে এতোটাই উগ্র মনে হবে, আপনারও হয়তো ইচ্ছে জাগবে চেয়ার থেকে উঠে ২/৪ টা চড় লাগানোর। আমার মনে হয় এই মুভিতে শহীদ কাপুরের অভিনয়কে ক্যারিয়ারের সেরা বলা যায়। এই মুভিতে কিরা আদভানী খুব সল্প ডায়ালগ এবং সিম্পল লুক, তার ড্রেসআপ আর চরিত্রায়ন ‘প্রীতি’ চরিত্রকে আরও ফুটিয়ে তোলে।। চরিত্রে খুব সাধারন থাকার চেষ্টা তার চরিত্রকে আরো সুন্দরভাবেই ফুটিয়ে তুলেছে।
বয়েজ হোস্টেলে প্রেমিকাসমেত কবির সিংয়ের বসবাস আর ক্লাস থেকে সরাসরি বাইরে নিয়ে প্রেমিকা প্রীতির সাথে ব্যাক্তিগত ক্লাসের বিষয়টি কিছুটা দৃষ্টিকটু কিংবা অসামন্জস্যপূর্ন অংশটুকু বাদ দিলে চমৎকার রোমান্টিক গল্প নির্ভর এই ফিল্ম বানিজ্যিকভাবেও দারুন সফল হবে বলেই আমার ধারনা। শহীদ কাপুরের দুর্দান্ত অভিনয়ও এই মুভিতে দর্শক টানবে। সাহসী প্রেম, পারিবারিক-সামাজিক বাস্তবতা, বন্ধুত্ব, হাল্কা এডাল্ট কমেডি, ডায়ালগ আর চমৎকার সব গানে সাজানো হ্যাপি এন্ডিংয়ের এই এন্টারটেইনিং ফিল্ম যে কারো ভালো লাগার কথা। শহীদ কাপুরের দুর্দান্ত অভিনয় আর আবেগ-ভালোবাসার রং ছড়ানো এই মুভিতে আমাদের পক্ষ থেকে শুভ কামনা সমেত রেটিং ৪/৫ ।