কোলার গোল্ড ফিল্ড(KGF) এর সাফল্যের পর নির্মান হতে যাচ্ছে এর পরবর্তী সিকুয়াল কোলার গোল্ড ফিল্ড ২।বর্তমানে ভারতের কার্ণাঠা রাজ্যের কোলার গোল্ড ফিল্ড এ, সম্প্রতি সিনেমার নায়ক ইয়াস রোহান এর একটি ছবি ফাস হয় অনলাইনে।আর এই ছবি টিকে কোলার গোল্ড ফিল্ড ২ তে ইয়াস রোহানের লুক বলে দাবি করা হচ্ছে।
প্রকাশিত ছবিটিতে ইয়াস রোহান কে বিশাল চুল ও ধারি নিয়ে হাজির হতে দেখা গেছে।যেখানে তিনি আয়নার সামনে দারিয়ে সেলফি তুলছেন তিনি। শোনা যাচ্ছে কোলার গোল্ড ফিল্ড ২ তে খল চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেতা সাঞ্জয় দত্ত । এমনটি হলে এটি হবে সাঞ্জের দক্ষিনের অভিষেক সিনেমা।জানা যায় এ বছরের শেষে বা ২০২০ সাথে আসবে ছবিটির ২য় পার্ট।