উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি কিম জং উন কোনো না কোনো খবরের জন্য সর্বদাই থাকেন খবরের শিরোনামে।ফের ঘটালেন তিনি এমনই আরেক কান্ড।এক নৃশংস অভিনব কায়দায় তিনি মৃত্যুদন্ড দিলেন তাঁর সেনাবাহিনীর এক জেনারেলকে।
পিরানহা মাছ ভর্তি পুকুরে ফেলে মৃত্যুদন্ড দিলেন তিনি তাঁর সেনাবাহিনীর এক জেনারেলকে।সূত্রে জানা গিয়েছে জেমস বন্ড সিরিজের ছবি, ‘দ্যা স্পাই হু লাভড মি’ থেকেই নাকি ওই আইডিয়া পেয়েছেন তিনি।’দ্য সান’ সূত্রে খবর কোরিয়ার রাষ্ট্রপতি কিম জং উন তাঁর সেনাবাহিনীর এক জেনারেলকে নৃশংস পদ্ধতিতে মৃত্যুদন্ড দিয়েছেন।মাংসখেকো পিরানহা মাছের পুকুরে ওই জেনারেলকে ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি।অ্যামাজনের ওই ভয়ঙ্কর মাছ ছিঁড়ে খেয়েছে ওই জেনারেলের দেহ।
কিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য নাকি এমন কঠোর সাজা দেওয়া হয়েছিল ওই জেনারেলকে।ওই জেনারেল নাকি কিমকে গদিচ্যুত করার ষড়যন্ত্র করছিলেন।সেটি কিম জানতে পেরে এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।।তার প্রাসাদের একটি সুইমিংপুলে তিনি পুষেছেন ব্রাজিলের এই ভয়ংকর মাছ।সেই পুকুরেই ফেলে দেওয়া হয় এই জেনারেলকে।প্রথমে ওই জেনারেলের শরীরের বিভিন্ন অঙ্গ কুপিয়ে ক্ষত বিক্ষত করা হয় এবং তার পর তাকে ফেলে দেওয়া হয় ওই পুকুরে।রক্তের স্বাদ পেয়ে ছুটে আসে ওই ভয়ঙ্কর মাছ তারপর ছিঁড়ে খায় ওই বন্দিকে।
১৯৭৭ সালে মুক্তি পাওয়া জেমস বন্ড সিরিজের ছবি, দ্যা স্পাই হু লাভড মি। সেখানে ভিলেন কার্ল স্টর্মবার্গ বিপক্ষকে খুন করতে হাঙর ভর্তি অ্যাকোয়েরিয়মে ছুড়ে ফেলে। সেখান থেকেই নাকি ওই আইডিয়া পেয়েছেন কিম।