মেষঃ আপনার স্ত্রীর জন্য কোনও কাজের খবর আসতে পারে। কেউ দামি উপহার দিলে নেওয়ার আগে একটু ভেবে দেখবেন।
বৃষঃ কর্মস্থলে নানান পরিবর্তন আসতে পারে। তবে প্রেমের কারণে খরচ একটু বৃদ্ধি হবে। স্ত্রীর কারণে মানসিক চাপ বাড়তে পারে বা অশান্তির সম্ভাবনা।
মিথুনঃ নিজের বুদ্ধি কাজে লাগিয়ে শত্রুর মোকাবিলা করুন। বাড়ির জন্য কাজ হওয়ায় ঋণ নিতে হতে পারে। বাড়িতে ভ্রমণের জন্য আলোচনা ।
কর্কটঃ গঠনমূলক কোন কাজের কারণে উন্নতির সুযোগ আসবে। নতুন ব্যবসার জন্য আলোচনা হবে। আইনি কিছু কাজের জন্য ঝামেলায় পড়ার সম্ভাবনা।
সিংহঃ বাড়িতে খারাপ খবর আসার জন্য চিন্তায় থাকবেন। অফিসে কারোর কাছে কোনও কারনে সম্মানহানি হতে পারে। তবে নিজের লক্ষ্যে অটল থাকবেন।
ধনু: এই রাশির জাতক জাতিকারা একটু সাবধানে থাকুন, কোনও বিপদ এর আশঙ্কা থাকবে। আত্মীয়ের সঙ্গে বিবাদের সম্ভাবনা। বিবাহিত জীবনে কোনো সুখের খবর আসতে পারে।
মকর: আজ আপনাদের গবেষণার জন্য দিনটি খুব ভাল। ব্যবসায় বাড়তি লাভ আসতে পারে। তবে বুঝে শুনে কাজ করলে ভালো ফল পাবেন।
কুম্ভ: হটাৎ করে সকালের আজ রাগের মাত্রা বাড়তে পারে। আর প্রেমের কারণে বাড়িতে বিবাদ লেগেই থাকবে। ব্যবসায় এখন ভাল ফল পাবেন না।
মীন: আজ আপনি প্রায় সারা দিনই কোনও কাজে ব্যস্ত থাকবেন। চাকরির জন্য কোনও শুভ যোগাযোগ আসার সম্ভবনা। তাই চেষ্টা করে যান, ভালো দিন আসছে।