রাজ্যে ইমাম ভাতার পর এবার চালু হলো ব্রাহ্মণদের জন্য ভাতা। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যদিও অনেক আগেই। তবে সোমবার কার্যকরী করা হলো এই সিদ্ধান্ত।
আগেই রাজ্য শুরু হয়েছিল ইমাম ভাতা। ইমাম ভাতা চালু হওয়ার পরেই ব্রাহ্মণদের জন্য ভাতা দেওয়ার দাবি ওঠে। সেই দাবি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ব্রাহ্মণদের জন্যও ভাতা চালু করা হবে। আর সেই সিদ্ধান্তই কার্যকরী করা হলো সোমবার। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কলকাতার শ্মশান গুলির অগ্রদানী ব্রাহ্মণদের হাতে হাতে তুলে দিলো কলকাতা পৌরসভার পক্ষ থেকে।
সম্প্রতি রাজ্যে বিজেপির উত্থান হয়েছে আর তার জেরেই এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। কলকাতা পুরসভার অধীন শ্মশান গুলির অগ্রদানী ব্রাহ্মণদের দেওয়া হবে এই ভাতা। এই দিন ব্রাহ্মণদের হাতে চেক তুলে দেওয়ার আগে মেয়র জানিয়েছেন বিজেপি ধর্ম নিয়ে চুলোচুলি করলেও তৃণমূল আজও মানবতার জন্য কাজ করে যাচ্ছে।
আরও পড়ুনঃডক্টরস ডে তে চিকিৎসাক্ষেত্রে একগুচ্ছ প্রস্তাব ঘোষনা করলেন মুখ্যমন্ত্রী,জল সংকট নিয়েও সরব হলেন তিনি
পুরসভার আধিকারিকরা জানিয়েছেন ব্রাহ্মণরা এতদিন না পেলেও এই ভাতা এতদিন গোরস্থানের মৌলবীরা পেতেন। সেই কারণে ব্রাহ্মণদের ও ভাতা দেওয়ার জন্য দাবি ওঠে। তাই সোমবার সেই সিদ্ধান্ত নেওয়া হয় কলকাতা পৌরসভার পক্ষ থেকে। এবার থেকে ভাতা পাবেন অগ্রদানী পুরোহিতরাও। মেয়র জানান দিন প্রতি ৩৯৮ টাকা করে ব্রাহ্মণরা পাবেন ভাতা। সোমবার এই প্রকল্পের প্রথম পর্যায়ের টাকা তুলে দেন ২৭ জন পুরোহিতের হাতে স্বয়ং মেয়র ফিরহাদ হাকিম। ২৭ জন পুরোহিত দের মধ্যে প্রত্যেকেই ৯৫০০ টাকার চেক পান।