লোকডাউন এর মধ্যে দুঃখের ছায়া নেমে এলো অভিনেতা বরুন ধাওয়ানের পরিবারে | চলে গেলেন অভিনেতার মাসি | নিজের সোশ্যাল মিডিয়া একাউন্ট এ অভিনেতা মাসির উদেশ্যে শোক প্রকাশ করে লেখেন ‘ মাসি তোমায় ভালোবাসি ‘| নিজের সাথে মাসির ছবি পোস্ট করে অভিনেতা ভারাক্রান্ত হয়ে পড়েন |
এই ঘটনা প্রকাশ হওয়ার সাথে সাথে বলিউডের বিভিন্ন অভিনেতা এবং অভিনেত্রীর দের পক্ষ থেকে বরুন এবং তার পরিবারকে সমবেদনা জানাতে শুরু করেন | সোনাম কাপুর থেকে শুরু করে বিভিন্ন নামি বেক্তিরা এই দুঃসময়ে বরুন এবং তার পরিবারের পাশে এসে দাঁড়ান |
সম্প্রতি কুলি নম্বর ওয়ান এর সিক্যুয়েলের শুটিং করছিলেন অভিনেতা বরুন ধাওয়ান | এই ছবিতে সারা আলী খান কে নায়িকা হিসাবে দেখতে পাওয়া যাবে | তবে লোকডাউন এর জেরে শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় শুটিং কিন্তু সোনা গেছে সারা এবং বরুন এই ছবির শুটিং শেষ করেছেন |
লোকডাউন এর জন্য এই ছবির মুক্তি যেমন পিছিয়ে যায় তেমনি অন্যদিকে বিয়েও পিছিয়ে যায় | চলতি বছরের ডিসেম্বর এর শেষে গাঁটছড়া বাধার কথা ছিল ডেভিড ধাওয়ানের ছেলে বরুন ধাওয়ানের সাথে বান্ধবী নাতাশা দালাল এর সাথে কিন্তু এই বিশ্বজুড়ে মহামারীর দাপটে শেষ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়ে ছেলের বিয়ে |