অসুস্থতার জন্য তাকে সরে যেতে হয়েছিল রুপোলি পর্দা থেকে। কিন্তু আবার ফিরে আসছেন তিনি। দর্শকদের মনে রাজ করতে আবার পর্দায় ফিরে আসছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী । স্বভাবতই ‘মিঠুন দার’ বাংলার পর্দায় আবার ফেরার খবরে উচ্ছ্বসিত হবেন তার অনেক ভক্তরাই।
শোনা যাচ্ছে এক স্বাধীনতা সংগ্রামীর বায়োপিকে দেখা যাবে অভিনেতা মিঠুন চক্রবর্তী কে। পরিচালক মানস মুকুল পাল সম্প্রতি স্বাধীনতা সংগ্রামী দীনেশ গুপ্তের বায়োপিক বানাচ্ছেন। শোনা যাচ্ছে সেই বায়োপিক এই দেখা যাবে বাংলার এই ‘ডিস্কো ডান্সার’ কে। যদিও এই ছবিতে আসতে চলেছে তা বহুদিন আগেই এক সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন মানস বাবু। তবে মিঠুন চক্রবর্তী যে সেই ছবিতে অভিনয় করবেন তা তখন পরিষ্কার করে বলেননি পরিচালক।
‘সহজ পাঠের গপ্পো’ নামক এক ছবি পরিচালনা করে বিপুল প্রশংসা অর্জন করেন পরিচালক মানস মুকুল পাল। তারপরে আবার তিনি বানাতে চলেছেন এই বায়োপিক। যদিও পরিচালক পরিষ্কার করে জানাননি কোন চরিত্রে মিঠুন চক্রবর্তীকে দেখা যাবে, তবে তিনি এটা বলেছেন যে এমন একটি চরিত্রে এই অভিনেতাকে দেখা যাবে যার ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদান রয়েছে। তিনি এক সংবাদমাধ্যমকে জানান,” মিঠুন দার চরিত্রের নাম কি এখনই বলতে চাইছি না তবে এটুকু বলতে পারি ,উনি এমন একটা চরিত্র করছেন যার ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদান রয়েছে।” এখানেই থেমে থাকেননি তিনি, তিনি আরও বলেছেন,” স্বাধীনতা সংগ্রামে এমন অনেক সংগ্রামী লড়েছিলেন যাদের নাম আমরা প্রায় কেউই জানিনা কিন্তু তাদের অবদান স্বাধীনতা সংগ্রামে অপরিসীম।”

এমনই একজন স্বাধীনতা সংগ্রামী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। তিনি আরো জানান মিঠুনদার এই চরিত্রটি পুরোপুরি রিয়েল লাইফ চরিত্র এর সাথে তিনি কোন রকম কল্পনারই মিশ্রণ ঘটাননি । কিছুদিন আগেই তিনি মুম্বাইতে গিয়ে মিঠুন চক্রবর্তীকে চিত্রনাট্য পড়ে শুনিয়েছেন। এবং এই চিত্রনাট্য শুনে তিনি এই ছবিটি করার বিষয়ে উৎসাহিত হয়েছেন বলে জানান পরিচালক।
দীনেশ গুপ্তের বায়োপিকে সম্পাদনা, ক্যামেরায় এসব জায়গায় ‘সহজ পাঠের গপ্পো’-র পুরনো টিমই কাজ করবে কিনা তা জানতে চাইতে পরিচালক জানান যে তিনি এখনো কিছু ফাইনাল করেননি।তবে মুম্বাইয়ের কিছু টেকনিশিয়ান এই ছবিতে কাজ করতে পারেন। এছাড়া পরিচালক জানিয়েছেন এই ছবিতে আরও অনেক নতুন মুখ কে দেখতে পাবেন দর্শকরা। স্বভাবতই দর্শকেরা বেশি উৎসাহিত মিঠুন চক্রবর্তীর এই ‘কাম ব্যাক’ নিয়ে। পরিচালক এখনো ছবির মুক্তির দিন নিয়ে কিছু বলেননি।