অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন প্রধানমন্ত্রী কে নিয়ে সেলফি তুললেন এবং তার ছবির ক্যাপশনে প্রশংসায় ভরিয়ে দিলেন নরেন্দ্র মোদীকে।
জাপানের ওসাকায় জি ২০ সামিট সম্মেলন গতকাল থেকেই শুরু হয়েছে | বিভিন্ন দেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীও সম্মেলনে যোগদান করেছেন | ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চিনের প্রেসিডেন্ট শি চিনফিং, রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হয়েছে তাঁর।আজ শনিবারে ইন্দোনেশিয়া এবং ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে আলাদা ভাবে দ্বিপাক্ষিক ব্যবসা নিয়েকথা বলেন প্রধানমন্ত্রী |

এই সম্মেলনেই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে দেখা হয় মোদীজির |দুজনের মধ্যে একটি বৈঠক ও হয় |এর পর স্কট মরিসন সেলফি তোলেন তাদের দুজনের এবং নিজের টুইটারে সে ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী স্কট ক্যাপশন লেখেন, ” কিতনা আচ্ছা হ্যায় মোদী” অর্থাৎ মোদীজি খুব ভাল !
