ফের মঙ্গল গ্রহের রহস্য উদঘাটনে তৎপর হয়েছেন বিজ্ঞানীরা।মঙ্গলে প্রাণ আছে কিনা তা জানতে আবার তৎপর হয়ে উঠেছে নাসার বিজ্ঞানীরা।
সেই বিষয়ে জানতে সম্প্রতি তারা মঙ্গলে পাঠিয়েছে তাদের কিউরিওসিটি রভার। আর সেটি থেকেই মঙ্গলে প্রচুর পরিমাণে গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে। বিজ্ঞানীরা অনুমান করছেন মঙ্গলে যখন গ্যাসের সন্ধান পাওয়া গেছে সেখানে তবে জীবনের অস্তিত্ব থাকা অসম্ভব নয়। তবে তারা আরো পর্যবেক্ষণ করে দেখবেন।
কিউরিওসিটি রোভার বুধবারে মঙ্গল গ্রহে মিথেন গ্যাসের অস্তিত্ব আবিষ্কার করেছে। এবং বৃহস্পতিবার এই তথ্য পৃথিবীতে নাসার বিজ্ঞানীদের হাতে এসে পৌঁছয়। মিথেন গ্যাস এমন একটি গ্যাস যেটা প্রাণ তৈরি করতে সক্ষম। তাই বিজ্ঞানীরা আশা করছেন মঙ্গলে এবার প্রাণের অস্তিত্ব মিলতেও পারে। তথ্য পাওয়ার পর তারার ওভারে পুনরায় পর্যবেক্ষণ করার জন্য বার্তা পাঠান। তার ফলাফল এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। আশা করা যাচ্ছে সোমবারের মধ্যেই চলে আসবে চূড়ান্ত রিপোর্ট। যদি সত্যিই মঙ্গল গ্রহে মিথেনের অস্তিত্ব মিলে থাকে, তবে তথ্য হিসেবে এটি সত্যিই ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখন অপেক্ষা শুধু চূড়ান্ত রিপোর্টের। তাতেই বোঝা যাবে সত্যিই মঙ্গলের বুকে প্রাণের অস্তিত্ব আছে কিনা।