বাংলা জাতীয় পর্যায়ের বক্সের ছিলেন ২২ বছরের জ্যোতি প্রধান। বুধবার বিকেলে ভবানীপুর ক্লাবে অনুশীলন করা কালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। অনুশীলন করা কালীন রিংএই মৃত্যু হয় তার।
বাংলা জাতীয় পর্যায়ের বক্সের জ্যোতি প্রধান ছিলেন যোগেশচন্দ্র কলেজের ছাত্রী। বুধবার বিকেলে ভবানীপুর ক্লাবে অনুশীলন করার সময় যখন তিনি অসুস্থ হয়ে যান। তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় ওই ক্লাবের পক্ষ থেকে। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। যাদের সাথে জ্যোতি ওই ক্লাবে অনুশীলন করতেন তারা জানান বুধবার দিন বিকেলে অনুশীলন করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জ্যোতি। সেই দিন বিকেলে পাঞ্চিং ব্যাগ নিয়ে অনুশীলন করছিলেন জ্যোতি। অনুশীলন করতে করতে হঠাৎ করে অসুস্থ বোধ করায় বুকে হাত দিয়ে তিনি বসে পড়েন। তার সতীর্থরা সাথে সাথে তার চোখে মুখে জলের ঝাপটা দিয়ে তাকে সুস্থ করে তোলার চেষ্টা করেন। কিন্তু তাতেও কোনো ফল পাওয়া যায় না। অজ্ঞান অবস্থাতেই জ্যোতি কে নিয়ে তারা রওনা হয় এসএসকেএম হাসপাতালের উদ্দেশ্যে। কিন্তু দুর্ভাগ্যবশত হাসপাতালে পৌঁছানোর আগেই রাস্তায় মৃত্যু হয় এই প্রতিভাবান বক্সারের।
জানা গিয়েছে চটি ভবানীপুরের যে বক্সিং ক্লাব অনুশীলন করতেন তার সভাপতি হলেন এই রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়।
এসএসকেএম এ নিয়ে আসার পর ডাক্তার পরীক্ষা করে জ্যোতিকে মৃত বলে ঘোষণা করেছিলেন। তবে ঠিক কি কারণে এই মৃত্যু হল ডাক্তার এখনো সঠিকভাবে বলতে পারেননি। ডাক্তাররা জানান হাসপাতালে নিয়ে আসার আগেই পথে মৃত্যু হয়েছে জ্যোতির। তবে ময়না তদন্তের পরে জানা যাবে আসল মৃত্যুর কারণ। তার আগে নিশ্চিত করে কিছুই বলা যাবে না।