অনেক ধুমধাম করে ঘোষনা করা হয়েছিল মৌনি রয় নওয়াজউদ্দীন সিদ্দিকীর সাথে “বলে চুড়িয়া ” মুভি করছে ।মুভিটির ফার্স্ট লুকও প্রকাশিত করা হয়েছিল। কিন্তুু মৌনি রয় কে মুভিটি থেকে বাদ দেয়া হয়েছে।
প্রডিউসার রাজেশ ভাটিয়া কিছু বিষয় উল্লেখ্য করেছেন,”মৌনি রয় আর আমাদের মুভিতে থাকছেন না,আমরা লিড রোলে অন্য নায়িকা দেখতেছি।আমরা বোলে চুড়িয়া মুভির জন্য যেসব ডেট ফিক্সড করেছি মৌনি সেগুলো অন্য মুভিকে দেয়।তাছাড়া সে স্ক্রিপ্ট এর উপরও অধিপত্য দেখাচ্ছে, যেটা অনেক আনপ্রফেশনাল এর মধ্যে পরে।এছাড়া আমরা ওয়ার্কশপের সময় তার কাছে যেরকম আচরন পেয়েছি তা বলার অযোগ্য,এদিকে তার সন্মানী নিয়ে তো সে কথা বলছেই।তাই সব দিক বিবেচনা করে আমরা তাকে বাধ্য হয়েছি মুভি থেকে বাদ দিতে।মুভি আমাদের ব্যাবসা আমরা শখের বসে মুভি বানাই না”।
মৌনির ক্যারিয়ার শুরুতেই এরকম খারপ ব্যাবহার তার ক্যরিয়ারকে কোন দিকে নিয়ে যাবে তা সময়ই বলে দেবে।
গোল্ড বা রোমিও আকবার ওয়াল্টারের মত সিনেমায় কাজ করার পর তিনি ক্যারিয়ারে নতুন এক সুচনা খুজে পেয়েছেন। কিন্তু এই সময় এসে এ ধরনের সিদ্ধান্ত তার ক্যারিয়ারে কতটা সুফল বয়ে অনবে তা বলা বাহুল্য।
আরও খবর পড়ুনঃ বলিউড নয় হলিউডের পর্দাই কি হবে শাহরুখ পুত্র আরিয়ান খান -এর অভিনয় জগতে পা রাখার প্রথম সোপান?