ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাগর জেলার বিনা শহরে। সেখানে রাখা হাসপাতালের মর্গে ঢুকানোর পরে বেঁচে উঠল এক বৃদ্ধের মৃতদেহ। পুলিশ জানিয়েছে শনিবার ৭২ বছরের বৃদ্ধকে ডাক্তাররা মৃত ঘোষণা করে এবং তারপর তার দেহ নিয়ে আসা হয় ওই হাসপাতালের মর্গে। পুলিশ সূত্রে খবর বৃদ্ধের নাম কিষান এবং তিনি ছত্রপুর জেলার নওগাঁও এর বাসিন্দা।
পুলিশ স্টেশনের ইনচার্জ অনিল মৌর্যের কথা অনুযায়ী ১৪ ই জুন বিনা হাসপাতালে নিয়ে আসা হয় ওই বৃদ্ধকে। এরপর ২০শে জুন রাত নটা নাগাদ একজন অন ডিউটি ডাক্তার তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন এবং পুলিশকে নোট লিখে পাঠান। এরপর ঘটনাস্থলে ২১ জন পুলিশ গিয়ে দেখেন মর্গে রাখা কিষনের দেহ তখনও বেঁচে আছে। শুধুমাত্র বেঁচেই নেই সে বিড়বিড় করে কথা বলার চেষ্টা করছিল। এই ঘটনা দেখে পুলিশের তরফ থেকে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আবার। কিন্তু সেখানেই সকাল সাড়ে দশটা নাগাদ মৃত্যু হয় তার।
ওই বৃদ্ধকে রাস্তায় অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে প্রথম দফায় সিভিল হাসপাতলে ভর্তি করা হয় তাকে। কিন্তু হাসপাতালে ভর্তি করেও শেষ রক্ষা হল না। দুর্ভাগ্যবশত বেঁচে থেকেও পড়ে মৃত্যু হল তার। চিফ মেডিকেল এবং হেলথ অফিসার ডাক্তার এস আর রোশন বলেন যে ডাক্তার ওনার চিকিৎসায় ছিলেন সেই ডাক্তারের তরফ সে অবহেলা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। যদি সেই ডাক্তারের বিরুদ্ধে কোনো রকম প্রমাণ পাওয়া যায় তবে ওই ডাক্তারের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেওয়া হবে তাও ভেবে দেখা হচ্ছে।